Site icon The News Nest

পাঁচ বছরে ৪৩ শতাংশ বেড়েছে সম্পত্তির পরিমাণ, জানুন শুভেন্দুর মোট সম্পত্তির পরিমাণ

suvendu 2 2

২০১৬ সালের পরে ২০২১ সালে ফের নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে বড় ফারাক এ বার। জোড়াফুলের বদলে এ বার তাঁর প্রতীক পদ্ম। শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্পদের হিসেবও ঘোষণা করেছেন তিনি।

সেই হিসেব বলছে, এখন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা।৫ বছর আগে গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হিসেবে মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা।হিসেব বলছে গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা।

আরও পড়ুন: অবশেষে বাংলার মাটি ছুঁতে চলেছে রাফাল

শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তিনি সাংসদ ছিলেন, তারপর বিধায়ক হয়ে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী হন। ছিলেন বিভিন্ন উন্নয়ন পর্যদের পদে। এবার নির্বাচনী হলফনামায় শুভেন্দু জানালেন স্থাবর–অস্থাবর মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ৯০ লক্ষ টাকার কিছু বেশি। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী এই হলফনামা দিয়ে এমনটাই দাবি করেছেন তিনি।

তাঁর হলফনামা অনুযায়ী, শুভেন্দুর নিজস্ব কোনও গাড়ি বা সোনাদানা নেই। মনোনয়নে শুভেন্দু জানিয়েছেন, তিনি ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন। ২০১৯–২০২০ আর্থিক বছরে শুভেন্দু আয় করেছেন ১১ লাখ ১৫ হাজার ৭১৫ টাকা। তবে সম্পত্তির নিরিখে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রয়েছেন। ১৫টি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট আছে। নন্দীগ্রামের গংড়া–সহ বেশ কিছু জায়গায় জমি আছে শুভেন্দুর।

আরও পড়ুন: বরাদ্দ আসনেই প্রার্থী দিতে পারছেন না আব্বাস সিদ্দিকি, বামেদের ফিরিয়ে দিল ৪টি আসন

Exit mobile version