Site icon The News Nest

শালীনতার সীমা ছাড়িয়ে মমতাকে সরাসরি গালি দিলীপের

বিজেপি-তৃণমূল তরজা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কড়া ভাষায় মমতা সরকারকে আক্রমণ করে চলেছে পদ্মশিবির। যে কোনও জনসভা থেকেই এখন একে অপরকে পাল্টা তোপ দাগছে তৃণমূল-বিজেপি। কিন্তু বৃহস্পতিবার শালীনতার সীমা ছাড়িয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কদর্য ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

এদিন একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ফের কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, জয় শ্রীরাম শুনলেই দিদি অসুস্থ বোধ করেন কেন। ওনার রক্ত কী দিয়ে তৈরি যে উনি জয় শ্রীরাম শুনতে পারেন না? রামের দেশে থেকে এধরণের আচরণ কেন করেন?” এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কদর্য ভাষার প্রয়োগ করে দিলীপের মন্তব্য উনি ”হা ** মি”-র মতো ব্যবহার করছেন।

আরও পড়ুন:  ডিসেম্বরে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

তবে এটা প্রথমবার নয়। বারবার বিজেপির রাজ্য সভাপতি এ ধরণের মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছে। কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন, মমতা রাজে সন্ত্রাসবাদী দলগুলি বাংলায় সক্রিয় হয়ে উঠেছে, যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চায়।

দিলীপ বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় বদল আসবে না। কিন্তু আমি বলে যাচ্ছি ক্ষমতায় যখন আসব দলের কর্মীদের মৃত্যুর প্রতিশোধ আমরা নেব। এদিন বনগাঁর জনসভা থেকে সুর চড়ালেন দিলীপ।

তবে এটা প্রথমবার নয়। বারবার বিজেপির রাজ্য সভাপতি এ ধরণের মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছে। কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন, মমতা রাজে সন্ত্রাসবাদী দলগুলি বাংলায় সক্রিয় হয়ে উঠেছে, যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চায়।

বাংলায় বিধানসভা নির্বাচনের জয় শ্রীরামের স্লোগানকে ঘিরে বিজেপি এবং ঘাসফুলের মধ্যে এই প্রথমবারের মতো বাকযুদ্ধ শুরু হল তাও নয়। ২০১২ সালের লোকসভা নির্বাচনে, গেরুয়া শিবির এই স্লোগান দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী বিরক্ত হয়েছিলেন। মমতার বরাবরের অভিযোগ, এই স্লোগানকে বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করছে।

আরও পড়ুন: এবার মালদ্বীপে বেড়াতে গেলেন হিনা খান, মজলেন শকিং পিঙ্ক বিকিনিতে!

Exit mobile version