Site icon The News Nest

PAN ও আধার কার্ডে নাম ভুল? কীভাবে ঠিক করবেন, জেনে নিন সহজে উপায়!

pan

Aadhar card and pan card which are issued by Government of India as an identity card with Indian currency.

নাগরিকত্ব পরিচয়ের প্রমাণ আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)-র সরবরাহ করা ১২ ডিজিটের এই কার্ড ঠিকানার ও প্রমাণপত্র। এই কার্ডের মতো আরও একটি গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড। ব্যক্তির আর্থিক লেনদেনের হিসাব নজরে রাখতে আয়কর দফতরকে সাহায্য করে এটি। কার্ডে ব্যক্তির নাম, জন্ম তারিখ ও ছবি থাকে। দেশের যে কোনও নাগরিকের কাছে আধার এবং প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায়, একই মানুষের নামের বানান দুটো কার্ডে দু’রকম আছে। তবে তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এবার খুব সহজেই নাম সংশোধন করা যাবে প্যান ও আধার কার্ডে।

যেভাবে আধার সংশোধন করবেন:

– আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

– আধার মডিফিকেশন ফর্ম পূরণ করতে হবে।

– ফর্মে সঠিক তথ্য দিন।

– নামের সঠিক বানান-সহ তথ্য ফর্মের সঙ্গে দিন।

আরও পড়ুন: মাদক মামলায় জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক

– তথ্য সংশোধন করতে ২৫ থেকে ৩০ টাকা দিতে হবে। জায়গা ও কেন্দ্র অনু্যায়ী টাকার তারতম্য হয়।

– উপরোক্ত পদ্ধতি অনুযায়ী কাজ করলে নাম সংশোধন হতে যাবে।

যেভাবে PAN কার্ডে নাম সংশোধন করবেন:

– ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। (www.nsdl.co.in)

– ‘Correction in Existing PAN’ সিলেক্ট করুন।

– ক্যাটেগরি টাইপ নির্বাচন করুন।

– নামের সঠিক বানান-সহ নথি জমা দিন।

– Submit অপশনে ক্লিক করুন।

– এর জন্য নির্দিষ্ট ফি দিতে হবে।

– আবেদনের ৪৫ দিনের মধ্যে নতুন প্যান কার্ড নথিভুক্ত ঠিকানায় পৌঁছে যাবে।

আরও পড়ুন: পিরামিডের সামনে ‘উত্তেজক’ ফটোশ্যুট! জেলে ঠাঁই ফটোগ্রাফারের

Exit mobile version