Site icon The News Nest

Prince Charles: লাগবে না পাসপোর্ট-লাইসেন্স, ব্রিটেনের রাজা চার্লস কী কী সুবিধা পাচ্ছেন জানলে অবাক হতে হয়

prince charles

৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হচ্ছেন প্রিন্স চার্লস। রাজার (King Charles) মুকুট মাথায় ওঠার পর থেকেই একগুচ্ছ ক্ষমতা পাবেন। নিয়ম অনুযায়ী, যুবরাজ চার্লসই হবেন ইংল্যান্ড-সহ ১৫টি কমনওয়েলথ দেশের রাজা। ‘কুইন কনসর্ট’ হলেন তাঁর স্ত্রী ক্যামিলা।

৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন পাবেন তাঁর বড় ছেলে উইলিয়াম। এতদিন রানি দ্বিতীয় এলিজাবেথ যা যা সুবিধা পেতেন, তার সবটাই পাবেন চার্লস (King Charles)।

আরও পড়ুন: Princess Diana: ডিজাইন করেছিলেন প্রিন্সেস নিজেই, ২৫ তম মৃত্যুবার্ষিকীর আগে কত টাকায় বিক্রি সেই গাড়ি

আরও পড়ুন: Queen Elizabeth II: কোহিনূরের মুকুট থেকে পান্নার হার, বিঘের পর বিঘে জমি! কত সম্পত্তি রেখে গেলেন ব্রিটেনের রানি?

Exit mobile version