Site icon The News Nest

দাম ২ কোটি ৬১ লাখ! বিশ্বরেকর্ড গড়ল ‘পস স্পাইস’ নামক ৪ মাসের গরু

posh

৪ মাসের একটি গরু কত দামে বিক্রি হতে পারে? মাথা চুলকে ভেবেও সঠিক উত্তর দিতে পারবেন না। আর যা উত্তর দেবেন তা কোনোমতেই মিলবে না আসল দামের সঙ্গে। এই গরুর দাম শুনলে চোখ কপালে উঠবেই। নিলামে গরুটির দাম উঠেছে আড়াই কোটি টাকারও বেশি!

গরুটির নাম পস স্পাইস। বয়স মাত্র ৪ মাস। মধ্য ইংল্যান্ডে জন্ম তার। নিলামে তার দাম উঠেছে ২ কোটি ৬১ লাখ টাকা।দামের নিরিখে ইতিমধ্যে বিশ্বরেকর্ড করে ফেলেছে গরুটি। এর আগে এত দামে কোনও গরু বিক্রি হয়নি।

ভিক্টোরিয়া বেকহ্যামের ভক্ত এই গরুর মালিক। সেই কারণে জন্মের পর এর নামও রাখেন পস স্পাইস।গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম প্রথমে ‘স্পাইস গার্লস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। স্পাইস গার্লস একটি গানের ব্যান্ড। এই ব্যান্ডের হয়েই গান করতেন ভিক্টোরিয়া। তখন তিনি পরিচিত ছিলেন পস স্পাইস হিসাবে।

আরও পড়ুন: টানা ৯ দিন উর্ধ্বমুখী জ্বালানির দর! সেঞ্চুরি পার পেট্রোলের, মহার্ঘ ডিজেলও

এই গরুটির মায়ের নাম ছিল জিঞ্জার স্পাইস। জিঞ্জার স্পাইসও স্পাইস গার্লস-এর এক গায়িকার নাম ছিল।ক্রিস্টাইন উইলিয়ামস এবং তাঁর মৃত বাবা ডন দু’জনে মিলে গরুর খামার তৈরি করেছিলেন। ১৯৮৯ সাল থেকে খামারটি চালু হয়েছে।

খামারের গরু প্রতি বছরই নিলাম হয়। এ বছরও হয়েছে। এ বছর যে দাম উঠেছে তা কোনও বছর ওঠেনি। ক্রিস্টাইনের কাছে এটা স্বপ্নের মতো।এত দাম দিয়ে কে কিনলেন গরুটি? জানা গিয়েছে, ম্যাঞ্চেস্টার এবং কামব্রিয়ার কয়েক জন গবাদি পশু কারবারিদের যৌথ উদ্যোগে গরুটি কেনা হয়েছে।

তবে তাঁরা গরুটিকে ফের নিলামে বিক্রি করে লাভ করবেন, না অন্য কিছু করবেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন: OMG! দুধ বেচতে ৩০ কোটির হেলিকপ্টার কিনলেন কৃষক!

Exit mobile version