Site icon The News Nest

Diwali Rangoli 2021: ফুল আর আবিরে আঁকুন রঙ্গোলি, রইল কিছু অভিনব ভাবনা

Rangoli Designs scaled

রঙ্গোলি শব্দটি রং ও অবল্লি থেকে নেওয়া হয়েছে। যার অর্থ রঙের পংক্তি। মূলত উত্তর ভারত আর দক্ষিণ ভারতে প্রচলন ছিল রঙ্গোলির। যে কোনও শুভ উৎসবের আগে দরজায় আলপনা বা রঙ্গোলি দিতে ভুলতেন না সেখানকার মানুষেরা। তবে পশ্চিমবঙ্গে প্রচলিত আলপনার সঙ্গে বেশ খানিকটা ফারাক রয়েছে রঙ্গোলির। মূল আবির বা ফুল দিয়ে বানানো হয় এই আলপনা।

দীপাবলিতে আলোর পাশাপাশি সব বাড়িতেই সুন্দর করে রঙ্গোলি সাজানো হয়। যাঁরা প্রথমবার রঙ্গোলি আঁকছেন তাঁরা ইউটিউবের সাহায্য নিতে পারেন। সেখান থেকেই প্রাথমিক ধারণা পাবেন। এছাড়াও কোনও থিমে রঙ্গোলি আঁকবেন সেই ধারণাও পেয়ে যাবেন। তবে রঙ্গোলি আঁকতে বিভিন্ন রঙের আবির ব্যবহার করা হলেও কালচে লাল বা কালো কিন্তু সেখানে থাকে না।

আরও পড়ুন: টাক লুকিয়ে বিয়ে! নতুন বউ নালিশ জানাল থানায় !

হিন্দু ধর্মে বিভিন্ন উৎসবে বিভিন্ন ধরণের রঙ্গোলি বানানোর প্রথা রয়েছে। মনে করা হয় রঙ্গোলি বানালে পরিবারে শুভ শক্তির বাস হয় ও লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।বাড়িতে পজিটিভ এনার্জি বয়ে আনে রঙ্গোলি, দূর হয় সমস্যা ও অশুভ শক্তির প্রভাব।

আরও পড়ুন: ভূয়সী প্রশংসা মনমোহনের, রাহুল গান্ধী ‘অগোছালো’ প্রকৃতির, ওবামার আত্মজীবনীতে নেই মোদী

Exit mobile version