Site icon The News Nest

Laxmi Puja Wishes 2020: লক্ষী পুজোর শুভেচ্ছা বার্তা ছবি, পাঠাতে পারবেন প্রিয়জনদের

diwali 1571808679
দীপাবলি ও লক্ষী পূর্ণিমার দিন যে বিশেষ পূজোর আয়োজন করা হয় তাকেই বলে কোজাগরী লক্ষী পূজা । লক্ষী পাঁচালি ও ব্রত কথার মাধ্যমে এই পূজা করা হয় । সুখ ও সমৃদ্ধির দেবী মা লক্ষীর আরাধনা অনেকেই আবার প্রতি বৃহস্পতিবার বাড়িতে পূজো করেন । সেক্ষত্রেও লক্ষী পাঁচালী পড়া হয় নিয়মিত । কোজাগরী লক্ষী পূর্ণিমার দিন আপনি নিশ্চই প্রিয়জন ও বন্ধুদের লক্ষীপুজোর শুভেচ্ছা জানাতে চাইছেন?  তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি সেরা কিছু লক্ষী পূজোর শুভেচ্ছা বার্তা ছবি ।
চলুন শুরু করা যাক…

ধনদেবীর দেবী লক্ষ্মী। বাঙালি হিন্দুর ঘরে এ এক চিরন্তন প্রার্থনা।

শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়।

আরও পড়ুন: #SharadPurnima2020: এভাবেই খুশি করুন মা লক্ষ্মীকে, টাকা আসবে চুম্বকের মতো

খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়। তবে পুজোর উপাচার পরিবর্তন হয় মাস ভেদে।

কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানাতে দি নিউজ নেস্ট (The News Nest) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র।

এগুলি পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করে নিন।

আরও পড়ুন: #LakshmiPuja: বাড়িতেই বানিয়ে ফেলুন কোজাগরীর মনপসন্দ মিষ্টি, দেখুন তার পছন্দের মিষ্টান্ন তালিকা, জানুন রেসিপি

Exit mobile version