Site icon The News Nest

ছবিতে আরেকটা বাঘ কোথায়? ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে দেখান

lepard

আপনার জন্য রইল একটি ধাঁধা। উপরের ছবিটি দেখুন। একটি চিতাবাঘ (Leopard) তো দেখতেই পাচ্ছেন। আরেকটি চিতাবাঘের লেজও নিশ্চই দেখতে পাচ্ছেন। যার লেজ দেখা যাচ্ছে, তার মুখও কিন্তু রয়েছে এই ছবিতেই। ১০ সেকেন্ডের মধ্যে আরেকটি চিতাবাঘের মুখ খুঁজে দেখান তো দেখি।

ছবিটি টুইট করেছেন বন্যপ্রাণ ফটোগ্রাফার মোহন টমাস। তাঁর টুইটের ক্যাপশান পড়ে একটি চিতাবাঘের ছানাকে খুঁজছেন অনেকেই। কিন্তু পাচ্ছেন না কেউই।

আরও পড়ুন : Tripura Crisis: বিপ্লব দেবের শক্তি পরীক্ষার বৈঠকে এলেনই না মুকুল ঘনিষ্ঠ সুদীপরা

তবে একটু ভাল করে দেখলেই কিন্তু চিতাবাঘের ছানার মুখটি খুঁজে পাবেন। এতক্ষণে হয় তো পেয়েও গিয়েছেন। প্রাণীটির এই ক্ষমতাই তাকে অন্যতম ভাল শিকারী করে তোলে।

আজ্ঞে হ্যাঁ। গাছের গুঁড়ির আড়াল থেকে উঁকি মারছে চিতাবাঘের ছানাটি।

এখনও যদি ছবিতে দ্বিতীয় চিতাবাঘ খুঁজে পেয়ে না থাকেন, তবে চিন্তা নেই। অনেকেই দ্বিতীয় চিতাবাঘটিকে খুঁজে পেয়েছেন। ছবিতে মার্ক করে সেটা টুইটের কমেন্টে দিয়েওছেন। দেখে নিন।

 

আরও পড়ুন : বাতকর্ম নয়, তোলা যাবে না ঢেঁকুরও, উপযুক্ত পাত্রের বিজ্ঞাপন দিলেন ‘নারীবাদী’ যুবতী

Exit mobile version