Site icon The News Nest

UIDAI Update : ১০ বছরের পুরনো আধার কার্ড করতে হবে আপডেট, উপায় জানা আছে?

adhar 2

আপনার আধার কার্ড (Aadhar Card) কি ১০ বছরের পুরনো? তাহলে আপনাকে আপনার পরিচয়পত্র ও ঠিকানার বিস্তারিত তথ্য ফের আপডেট করতে হবে। জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। যদিও এটা কারও জন্যই বাধ্যতামূলক নয়। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই তথ্য আপডেট করা যাবে। সেজন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে বলে জানিয়েছে ইউআইডিএআই।বাধ্যতামূলক না করলেও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া চালু রাখতে আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে।

প্রসঙ্গত, আগে যারা ৫ ও ১০ বছর বয়সে প্রথম আধার কার্ড করিয়েছিলেন তাঁদেরই আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক ছিল। তবে এখন থেকে সমস্ত সাধারণ নাগরিককেই ১০ বছর অন্তর অন্তর আধার কার্ডের নথি আপডেট করতে হবে।

আরও পড়ুন: Crocodile Babiya: শুধু খেত মন্দিরের প্রসাদ! মারা গেল কেরলের ‘নিরামিষভোজী’ কুমির

এখন আধারের তথ্য় আপডেট করতে আর কষ্ট করে আধার কেন্দ্রে যেতে হয় না। অনলাইনেও করা যেতে পারে আধারের নথি আপডেট। তার জন্য আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টালে গিয়েই আপনার আধারের তথ্য আপডেট করতে পারেন।

কীভাবে করবেন আপডেট?

আরও পড়ুন: ভূতের উপদ্রব মন্দির নগরীতে! ভাইরাল ভিডিও দেখে থরহরি নেটদুনিয়া

 

Exit mobile version