Site icon The News Nest

উপরে উঠছে জলপ্রপাতের জল! হচ্ছে রামধনু, ভিডিয়ো দেখে বিস্মিত নেটিজেনরা

জলপ্রপাত থেকে জল আছড়ে নীচে পড়ে। কিন্তু সিডনির কাছে রয়্যাল ন্যাশনাল পার্কে এই সোমবার জল নীচে পড়ার পরিবর্তে উপরে উঠছিল।অবাক করা এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেটিজেনদেরও বিস্মিত করেছে এই ভিডিয়ো।

খারাপ আবহাওয়া, বিশেষত প্রবল হাওয়ার তোড়েই এই ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার। এর জেরেই জলপ্রপাতের জল নীচে না পড়ে উপরে উঠছিল। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঘটনা ঘটে, যখন সমুদ্র থেকে আসা বিপুল বেগে বাতাস ধাক্কা মারে সরাসরি জলপ্রপাতে। সেই বাতাসের বেগই জলকে নীচের দিকে নামতে বাধা দিয়ে উপরে তুলে দেয়। জাতীয় উদ্যানেই সেই ঘটনায় ঘটেছে।

আরও পড়ুন: ভালোবাসা কারে কয়! বাংলো কিনে জীবনসঙ্গিনীর মোমের মূর্তি বসালেন কর্নাটকের ব্যবসায়ী

এই ঘটনার ছবি জাতীয় উদ্যানের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: চলছে আলোচনা, টিকটক কিনে নিতে পারেন মুকেশ আম্বানি

 

Exit mobile version