Site icon The News Nest

মোদির জন্য আসছে মিসাইল হানা এড়াতে সক্ষম বিশেষ ভিভিআইপি বিমান

modi

নয়াদিল্লি : প্রধানমন্ত্রীর বাহনের তালিকায় এবার নতুন সংযোজন হতে চলেছে দুটি বোয়িং-৭৭৭ এয়ারক্রাফ্ট ৷ মিসাইল হানা এড়ানোর ক্ষমতা রাখে, এমন দুটি বিমান এবার নরেন্দ্র মোদির এয়ার ইন্ডিয়ার বিমানের তালিকায় জায়গা পাবে ৷ সেপ্টেম্বরের মধ্যেই ভারতে চলে আসছে এই বিমানগুলি ৷

আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তী পরিচালক বাসু চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রমহল

সংবাদ সূত্রে খবর অগাস্টের শেষের দিকে আমেরিকা থেকে আসছে প্রথম বোয়িং-৭৭৭, দ্বিতীয় বিমানটি আসবে পরের মাসেই। সূত্রের খবর মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এর ধাঁচেই তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেসার্স, অত্যাধুনিক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম রয়েছে বোয়িং-৭৭৭ বিমানে। যা মিসাইল হানা প্রতিরোধে সক্ষম। সেই সঙ্গে আরও রয়েছে সেলফ প্রোটেকশন স্যুটস।

এই বিমান প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং সহ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু ব্যবহার করবেন। এয়ার পাওয়ার স্টাডিজ এর ডিরেক্টর প্রাক্তন এয়ার মার্শাল কে কে নোহোয়ার জানিয়েছেন, “ভিভিআইপিদের প্রাণনাশের হুমকি সবসময়ই রয়েছে। শীর্ষস্থানীয় নেতৃত্বকে রক্ষার জন্য দেশকে যে পদক্ষেপ নিতে হবে তা গ্রহণ করা উচিত।” বিমানগুলিতে সুরক্ষা ব্যবস্থাগুলি শত্রু রাডার ফ্রিকোয়েন্সিগুলিকে জ্যাম করতে পারে এবং তাদের গাইডেন্স সিস্টেমগুলিকে নষ্ট করে তাপ-সন্ধানকারী ক্ষেপণাস্ত্রগুলিকে ডাইভার্ট করতে পারে।

এয়ার ইন্ডিয়ার দুটি Boeing 777-300ER বিমানকেই আমেরিকার ডালাসে বোয়িংয়ের একটি কারখানায় পাঠানো হয়েছিল ভিভিআইপি-দের জন্য সেগুলি নতুন করে তৈরি করার জন্য ৷ দুটি বিমানেরই বয়স ৩ বছরের কম ৷ এবং খুব কমই ব্যবহার করা হয়েছে সেগুলি ৷ এর আগে এয়ার ইন্ডিয়ার যে বোয়িং-৭৪৭ বিমানগুলি ভিভিআইপি-দের জন্য ব্যবহার করা হত ৷ সেগুলি দুই শতাব্দী পুরনো ৷ তাই এবার সেগুলি সরিয়ে প্রধানমন্ত্রীর জন্য আসছে মার্কিন প্রেসিডেন্টের ধাঁচে নতুন করে সাজানো এয়ার ইন্ডিয়ার দুটি বোয়িং-৭৭৭ বিমান ৷

আরও পড়ুন: ফলের মধ্যে বিস্ফোরক ভরে মারা হয়েছে আরও একটি হাতিকে, মিলল নৃশংস অত্যাচারের প্রমাণ

Exit mobile version