Site icon The News Nest

সুসংবাদ! লকডাউনে ১০০০ টাকা দাম কমল Vivo-র লোভনীয় এই ফোনের

vivo s1 64gb 6gb ram

ওয়েব ডেস্ক: ২০১৯ সালে ভারতের বাজারে রমরমা ব্যবসা করেছিল এই স্মার্টফোন। সে বছর অগাস্টে লঞ্চ হওয়ার পর প্রায় এখনও অবধি দেশে এই ফোনের চাহিদা তুঙ্গে। সেই বহুল ব্যবহৃত স্মার্টফোন Vivoi S1 আরও সস্তা হল ভারতের বাজারে। লকডাউনেই 1,000 টাকা কমল Vivoi S1-এর দাম। দুর্দান্ত এই ফোনে রয়েছে MediaTek Helio P65 চিপসেট। তবে সবথেকে গুরুত্বের দিকটি হল ফোনের 16MP ট্রিপল রিয়ার ক্যামেরা আর আর তার সঙ্গে 4,500 mAh ব্যাটারি। তাছাড়াও এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ।

আরও পড়ুন: করোনা জের, প্রথমবার কলকাতা পুরসভায় বসছেন প্রশাসক,শোনা যাচ্ছে ববির নাম

বর্তমানে Vivo S1-এর দাম কত দাঁড়াল?

এই মুহূর্তে শুধুমাত্র 4GB RAM + 128GB ভ্যারিয়েশনেই সদাম কমেছে এই স্মার্টফোনের। 4GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর দাম 1,000 টাকা কমে দাঁড়িয়েছে 16,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম 18,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo S1 এর মূল্য 19,990 টাকা।

ফিচার্স –

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। এ ছাড়াও Vivo S1 ফোনে থাকছে 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের অন্দরে রয়েছে Helio P65 চিপসেট। রয়েছে 6GB RAM এবং 128GB স্টোরেজ আর তার সঙ্গে 4,500 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য দুর্ধর্ষ ব্যাটারি ব্যাক-আপের এই স্মার্টফোনে রয়েছে Wi-Fi 2.4G + 5G, Bluetooth v5.0, GPS/ A-GPS, and Micro-USB-এর সঙ্গে USB OTG।

ক্যামেরা –

ক্যামেরা দিকটা বিচার করতে হলে Vivo-র স্মার্টফোনের কোনও তুলনাই হয় না। Vivo S1-এ থাকছে একটি 16MP প্রাইমারি সেন্সর। সঙ্গে একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এখানেই শেষ নয়। একটি 2MP ডেপ্থ সেন্সরও রয়েছে Vivo S1-এ। এছাড়া পছন্দসই ঝাঁ চকচকে নিজস্বীর জন্য এই স্মার্টফোনে রয়েছে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: বরফ শীতল জলে ডুব দিচ্ছেন ইরফান, অদেখা ভিডিয়ো প্রকাশ্যে আনল ছেলে, দেখুন…

Exit mobile version