Site icon The News Nest

দাঁড়িয়ে যাত্রা নিষেধ, বাসে আসন অনুযায়ী তুলতে হবে যাত্রী, নয়া নিয়ম চালু বাংলায়

কলকাতা: বাসে যাত্রী সংখ্যা নিয়ে বিধিনিষেধ শিথিল করল রাজ্য সরকার। এবার থেকে বাসে আসন সংখ্যার সমান যাত্রী তোলা যাবে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কথা ভেবে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

এতদিন বাসে ২০ জনের বেশি যাত্রী তোলায় নিষেধাজ্ঞা ছিল। সরকারের তরফে জানানো হয়েছে, বাসে যতগুলো আসন ততজন যাত্রী তোলা যাবে। তবে যাত্রীদের জন্য মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক। 

আরও পড়ুন: সোমবার থেকে বাংলায় খুলে যাচ্ছে মন্দির-মসজিদ-গির্জা, ঘোষণা মমতার

এদিন মমতা বলেন, কিছু জায়গায় বাসে অতিরিক্ত যাত্রী তোলার দাবিতে কনডাক্টরদের হেনস্থা করা হচ্ছে বলে খবর মিলেছে। এরকম হলে সেই রুটে বাস বন্ধ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, বাসে কোনও যাত্রীকে দাঁড়িয়ে সফর করানো যাবে না। সঙ্গে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মানতে হবে। 

লকডাউন যেভাবে শিথিল হচ্ছে তাতে উদ্বিগ্ন অনেকেই। এ প্রসঙ্গে মমতা বলেছেন, ওরা তো ট্রেনে করে লোক পাঠিয়ে দিচ্ছে। গাদাগাদি করে পরিযায়ীরা ফিরছে। পরিযায়ীদের ফেরার পর থেকে বাংলাতে সংক্ৰমণ বাড়ছে। কিন্তু উপায় নেই। মানুষের কাজ নেই। রুজি রুটির বন্দোবস্ত নেই। বহু মানুষ কাজ হারালেন। তারা বোঝা পড়বে অর্থনীতির ওপর। তাই করোনা চুপ করে বসে থেকেও লাভ নেই। যা পরিস্থিতি তাতে আগামী দিনে করোনা পরিত্রান দিলেও না খেয়ে মরতে হবে বহুজনকে।

আরও পড়ুন: লকডাউন গেরো,ভিনরাজ্য থেকে ফিরে মুর্শিদাবাদে পাকড়াও জেএমবি জঙ্গি করিম

Exit mobile version