Site icon The News Nest

ভয়ঙ্কর ট্রলার ডুবি নন্দীগ্রামে! মৃত ১, আরও প্রাণহানির আশঙ্কা

trolar

ভয়ঙ্কর ট্রলার ডুবি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। জানা গিয়েছে, শনিবার রাতে নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে মৃত্যু হয়েছে একজনের। নিখোঁজ এখনও ৩। মৃতের নাম প্রদীপ মান্না। তাঁর বাড়ি কাঁথির মশাগাঁ গ্রামে। গতকাল রাত ১১টা নাগাদ হলদি নদীর ওই ঘাটে ট্রলার নোঙর করার সময় ঘটনাটি ঘটে। মাছ ধরার জন্য মোট ১৪ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। খাওয়া দাওয়ার জন্য রাতে নোঙর করা হচ্ছিল ট্রলারটি। তখনই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : পকেট ভেন্টিলেটর! কলকাতার বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার

মৃত চালকের নাম প্রদীপ মান্না বলে জানা যাচ্ছে। তিনি কাঁথির বাসিন্দা। এদিকে ট্রলার ডুবির কথা শোনা মাত্রই রাতেই শুরু হয় জোরদার তল্লাশি। উপকূলরক্ষী বাহিনীও রাতে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানা যায়।। সূত্রের খবর, রাতের ঘনকালো অন্ধকার ও জলের স্রোতের তীব্রতার জন্য শুরুতেই বেশ খানিকটা বেগ পায় উদ্ধারকারী দল। ফলে রাতের অন্ধকারে সেই ভাবে কাজ এগোয়নি বলে খবর।

মৃত চালকের নাম প্রদীপ মান্না বলে জানা যাচ্ছে। তিনি কাঁথির বাসিন্দা। এদিকে ট্রলার ডুবির কথা শোনা মাত্রই রাতেই শুরু হয় জোরদার তল্লাশি। উপকূলরক্ষী বাহিনীও রাতে ঘটনাস্থলে পৌঁছায় বলে জানা যায়।। সূত্রের খবর, রাতের ঘনকালো অন্ধকার ও জলের স্রোতের তীব্রতার জন্য শুরুতেই বেশ খানিকটা বেগ পায় উদ্ধারকারী দল। ফলে রাতের অন্ধকারে সেই ভাবে কাজ এগোয়নি বলে খবর।

ভোরের আলো ফুটতেই পের শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকার পর ট্রলারের নীচ থেকে আরেকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্রোতে কেউ দূরে ভেসে গিয়েছেন কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ৯জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সংলগ্ন হলদি নদীতে ট্রলারটিকে নোঙর করার চেষ্টা করা হচ্ছিল। সেই সময়েই সেটি আচমকা উল্টে যায়। এদিকে আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত নিখোঁজ ৪ থেকে ৫ জন মৎস্যজীবীর খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাদের জীবিত উদ্ধার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

আরও পড়ুন : মা’কে হারালেন পার্থ চট্টোপাধ্যায়, শিল্পমন্ত্রীর নাকতলার বাড়িতে শোকস্তব্ধ অভিষেক

Exit mobile version