Site icon The News Nest

করোনা আবহে স্বস্তির বৈশাখী ঝড়, আজ থেকে টানা ৪দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস

Brett Cole India

Monsoon rain clouds over the Jodhpur Park area of South Kolkata, India

কলকাতা: সোমবার রাতভর ঝড়বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দাপট ছিল ঝোড়ো হাওয়ার। বৃষ্টিপাতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়েছে স্থায়িত্বও।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার বিকাল-সন্ধ্যাতেও হতে পারে কালবৈশাখী ঝড়-বৃষ্টি। মঙ্গল থেকে শুক্রবার, এই ৪ দিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুরু হয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। এ দিন বৃষ্টি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার লাগোয়া উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বজ্রগর্ভ মেঘ সঞ্চারের পরিস্থিতি অনুকূল থাকবে। দমকা বাতাস, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের জোর সম্ভাবনা।

আরও পড়ুন:  বাড়িতে AC নেই? জেনে নিন ঘরকে ঠান্ডা রাখার ১২টি টিপস

বিশেষ করে মঙ্গলবার ঝড় ও বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া। বিক্ষিপ্তভাবে কোথাও কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায়। মঙ্গল থেকে বৃহস্পতি- এই তিনদিন ঝড়ের গতিবেগ বাড়তে পারে। এর সঙ্গে ভারী বৃষ্টি হওয়ারও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি হলেও উত্তরবঙ্গের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় দল, নমো-শাহকে ট্যাগ করে ‘কারণ’ জানতে চাইলেন মমতা

Exit mobile version