Site icon The News Nest

সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনা, মালদহ হাসপাতালে আছড়ে পড়ে মৃত্যু শিশুর

child 1515744280

মালদহ মেডিক্যাল কলেজে (Malda Medical College and Hospital) মর্মান্তিক দুর্ঘটনা। খেলতে খেলতে হাসপাতালের ছয়তলার সিঁড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হল ৮ বছরের এক শিশুর। শুক্রবার সকালে ঘটনাটিকে কেন্দ্র করে হাসপাতালের আউটডোরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ ক্যাম্পের কর্মীরা ইতিমধ্যেই উদ্ধার করেছে শিশুটির দেহ। পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশুটির নাম হরষিত সিংহ (৮)। তার বাবার নাম বলবীর সিংহ। বলবীর বিহারের কাটিহারের বাসিন্দা। মালদহ শহরের বুড়াবুড়িতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে ওই পরিবারটি। মেডিক্যাল কলেজের সামনে একটি অস্থায়ী খাবারের দোকান রয়েছে বলবীরের। জানা গিয়েছে, হরষিতের মৃগীরোগ ছিল। শুক্রবার সকালে বাবার সঙ্গে দোকানে এসেছিল হরষিত। এর পর সে সকলের অলক্ষ্যে মেডিক্যাল কলেজের আউটডোরের ছয় তলায় উঠে যায়। সেখান থেকে খেলার ছলে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ছয় তলা থেকে তিন তলায় পড়ে মাথায় আঘাত পায় হরষিত। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু তার।

আরও পড়ুন: Sisir Adhikari: দল বিরোধী কাজ! শিশির অধিকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ লোকসভার অধ্যক্ষের

হরষিতের বাবার কথায়, ‘‘ছেলের মৃগীরোগ ছিল বলে ওর উপর সব সময় নজর রাখতাম। কিন্তু ও আজ সকলের নজর এড়িয়েই হাসপাতালের ছয়তলায় উঠে যায়। সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় তার।’’

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গভীররাত থেকে ঝড়-বৃষ্টি চলছে। যার ফলে আউটডোরে রোগীদের ভিড় ছিল না। তাই কখন শিশুটি উপরে উঠে গিয়েছে তা কেউ খেয়াল করেননি। ইতিমধ্যে শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। ছেলের এই পরিণতিতে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে সিং পরিবার

আরও পড়ুন: Fighting Between Teachers: প্রধান শিক্ষক-ভূগোল শিক্ষকের মধ্যে তুমুল মারপিট !

Exit mobile version