Site icon The News Nest

তৃতীয়বার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, তাঁর বাবা এবং স্ত্রী দ্বিতীয় বার -টুইট প্রাক্তন মন্ত্রীর

babul su

এই নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সকালে টুইট করে জানালেন সেকথা। তিনি লিখেছেন, ‘‌আমি, আমার স্ত্রী, বাবা, একাধিক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। এই নিয়ে আমার তৃতীয়বার। প্রথমবার ২০২০ সালের নভেম্বরে, যখন আমি আমার মাকে হারিয়েছিলাম। দ্বিতীয়বার ২০২১ সালের এপ্রিলে। এবার ফের হল। যদিও খুব একটা চিন্তিত নই।’‌

বাবুল তৃতীয় বার আক্রান্ত হলেও তাঁর বাবা এবং স্ত্রী এই নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন। বাবার ৮৪ বছর বয়স হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বাবুল।

আরও পড়ুন: বিধাননগর পুরভোটে তৃণমূলের প্রার্থী সব্যসাচী দত্ত ও কৃষ্ণা চক্রবর্তী, জানুন সম্পূর্ণ প্রার্থী তালিকা

এরই সঙ্গে অ্যান্টিবডি ককটেল নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে লিখেছেন, ‘‌কোভিডে আক্রান্ত গুরুতর অসুস্থদের ককটেল টিকা দেওয়া প্রয়োজন। বাবার ৮৪ বছর বয়স। তাঁর জন্য এই ককটেল টিকা কিনতে হবে। কিন্তুই এই ককটেলের দাম ৬১ হাজার টাকা। তা হলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ কীভাবে এটা কিনবেন?‌’‌ এরই সঙ্গে তিনি লিখেছেন, ‘‌কেন্দ্রের উচিত করোনার টিকার সঙ্গে সরকারি হাসপাতালে এই ককটেলও উপলব্ধ করা। টিকা দেওয়া আবশ্যক। কিন্তু ককটেল ঘণ্টাখানেকের মধ্যে দরকার।’‌

২০২০-র ডিসেম্বরে বাবুলের বাবা এবং মা সুমিত্রা বড়াল করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৯ ডিসেম্বর তাঁর মায়ের মৃত্যু হয়। টুইট করে বাবুল তাই লিখেছেন, ‘আমি তৃতীয় বার কোভিড আক্রান্ত হলাম। মাকে হারিয়েছি। কিন্তু বাবাকে কোনও ভাবে বাঁচিয়ে এনেছি।’ এর আগে গত বছর বিধানসভা নির্বাচনের আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন: আবারও ‘হোয়াটসঅ্যাপ বিদ্রোহ’ বঙ্গ বিজেপিতে, এবার দলের সব গ্রুপ ছাড়লেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী

 

 

Exit mobile version