Site icon The News Nest

হিন্দুদের ভাগ করে দিচ্ছে, লোকসভায় ৩ -টের বেশি পাবে না বিজেপি; ফাঁস সৌমিত্র খাঁর বিস্ফোরক অডিও

soumitra khan

এবার বিজেপির অস্বস্তি বাড়ালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (BJP MP Soumitra Khan)। ফাঁস হল তাঁর বিস্ফোরক ফোনালাপ। আগামী লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির ফলাফলের পূর্বাভাস দিতে শোনা গিয়েছে সাংসদকে। বলতে শোনা গিয়েছে, “আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটে আসন পাবে।” যদিও অডিওটির সত্যতা যাচাই করেনি The News Nest।

ওই অডিয়ো ক্লিপটিতে দুই পুরুষ কণ্ঠস্বর রয়েছে। দাবি, তাঁদের এক জন সৌমিত্র খাঁন, অন্য জন বিজেপি-র এক কর্মী। ওই অডিয়ো টেপে বিজেপি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে একটি কণ্ঠস্বরকে। দাবি, সেটাই সৌমিত্রর কণ্ঠস্বর। সেখানে বলতে শোনা গিয়েছে, আগামী লোকসভা ভোটে বিজেপি মাত্র ৩টি আসন পাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করেও ওই কণ্ঠস্বরকে ‘কড়া কথা’ বলতে শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘‘পূর্ব মেদিনীপুর জেলায় একটি আসনও পাবে না বিজেপি।’’ তার কারণ হিসেবে দাবি করা হয়েছে, ‘‘বিধানসভা ভোটের ফল প্রকাশের পর একদিনও শুভেন্দু রাস্তায় নামেননি।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘শুভেন্দু কাজের কাজ করার বদলে শুধু বিজেপি বিধায়কদের নিয়ে সংবাদমাধ্যমে মুখ দেখিয়ে যাচ্ছেন।’’ দলের সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কেও ওই কণ্ঠস্বরের মূল্যায়ন মোটের উপর এক। ওই ভাইরাল অডিয়ো টেপে বলতে শোনা যায়, ‘‘দিলীপ ঘোষ নিজের ওয়ার্ডেই হেরে বসে আছেন। তিনি কী ভাবে দলকে রাজ্যে জেতাবেন!’’

কিন্তু কেন বঙ্গ বিজেপি-র হাল বেহাল? তার জবাবও মিলেছে সেই ভাইরাল হওয়া অডিয়ো টেপে। যে কণ্ঠস্বর সৌমিত্রর বলে দাবি করা হচ্ছে, তাঁর অভিযোগ, ‘‘বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগাভাগি করছে বিজেপি। তা বাংলার মানুষ গ্রহণ করেননি। রাজ্য থেকে ৩ জনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। তাঁদের মধ্যে একমাত্র শান্তনু ঠাকুর ছাড়া আগামী লোকসভায় কারও জেতার ক্ষমতা নেই।’’ ওই কণ্ঠস্বরে আরও বলতে শোনা যায়, ‘‘নিশীথ হারবেন ৫০ হাজার ভোটে।’’ বাকিদের পাশাপাশি নিজের অবস্থাও বর্ণনা করতে শোনা যাচ্ছে ওই কণ্ঠস্বরে। যে কণ্ঠস্বর সৌমিত্রর বলে দাবি করা হচ্ছে, তিনি জানিয়েছেন, ২০২৪ সাল পর্যন্ত নিজের লোকসভা এলাকার বাইরে বেরোবেন না।

যদিও এই অডিও ক্লিপ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপি সাংসদের। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “অডিওর সত্যতা ঘিরে সংশয় আছে।” আর দিলীপ ঘোষ বলেন, “কে কার সঙ্গে ফোনে কী কথা বলছেন, তা নিয়ে মন্তব্য করতে রাজি নই।” রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এটা প্রমাণ করতে হবে তো। রাজ্য বিজেপি-র হাতে এমন কোনও যন্ত্র নেই, যা দিয়ে এটা প্রমাণ করা ওটা সৌমিত্র খাঁয়ের গলা। তদন্ত করে দেখার আগে এ বিষয়ে মন্তব্য করব না।’’

Exit mobile version