Site icon The News Nest

শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘Shaheen’, আজ থেকেই ভাসবে উত্তরবঙ্গ

SAHEEN

আরব সাগরে (Arabian Sea) ক্রমাগত শক্তি সঞ্চয় করছে শাহিন৷ আরব সাগরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শাহিন (Cyclone Shaheen)৷ এমনই সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় (Cyclone) থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে শাহিন পরিণত হতে পারে বলে আশঙ্কা৷

আগামী ৩৬ ঘণ্টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শাহিন মারকান উপকূলের (Markan Coast) দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফে৷ আরব সাগরে ঘণীভূত হয়ে শক্তি সঞ্চয় করে শাহিন ওমানের দিকে ধেয়ে যাচ্ছে বলেও জানা যাচ্ছে৷ ভারতীয় উপকূল ছেড়ে যাওয়ার সময় শাহিনের প্রভাবে গুজরাট এবং মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বলে জানায় আবহাওয়া দফতর৷

আরও পড়ুন: Bengal Weather: মঙ্গলে সকাল থেকেই ভাসতে পারে কলকাতা এবং সাত জেলা, সঙ্গে ঝড়

বর্তমানে আরব সাগরে যে গভীর নিম্নচাপ রয়েছে, তা গুজরাটের দেবভূমি দ্বারকা থেকে ৪০০ কিলোমিটার দূরে৷ পাকিস্তানের (Pakistan) করাচি থেকে তার দূরত্ব ২০০ কিলোমিটার৷ ইরানের ছাবাহার উপকূল থেকে ওই গভীর নিম্নচাপের দূরত্ব ৫৩০ কিলোমিটার৷ ফলে ভারত, পাকিস্তান এবং ইরানের উপকূলবর্তী অঞ্চলে ওই গভীর নিম্নচাপের জেরে জোর বৃষ্টি শুরু হয়েছে৷ মহারাষ্ট্র (Maharashtra), গুজরাটের (Gujrat)পাশাপাশি তামিলনাড়ু এবং কেরলের উপকূল এলাকা জুড়েও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর৷

আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার কথা। আগামী দু’-তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে বাড়বে জলাধার ও নদীর জল স্তর। নিচু এলাকাগুলিতেও প্লাবনের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ‘না জানিয়ে জল ছাড়া পাপ, অপরাধ’, বন্যা পরিদর্শনে মমতা, ‘ম্যান মেড বন্যা’ বলে তোপ DVC-কে

 

Exit mobile version