Site icon The News Nest

ফের জাঁকিয়ে ঠান্ডা বঙ্গে, একধাক্কায় তাপমাত্রা নামবে ৫ ডিগ্রি

kolkata.winter 1 e1576652963942

লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার জেরে জানুয়ারি মাসে বঙ্গ থেকে কার্যত উধাও কনকনে ঠান্ডা। লাখ টাকার প্রশ্ন এখন একটাই, পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় তাহলে কি শীতের দাপুটে ইনিংস শেষ? বুধবার সকালে আবহাওয়ার (Weather Update) উন্নতির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, শীত পালাচ্ছে না এখনই। বরং সপ্তাহ শেষে কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করবে বঙ্গবাসী।

আজ বুধবার কলকাতার আকাশ সকালের দিকে আংশিক মেঘলা হলেও ধীরে ধীরে বেলা বাড়তে তা পরিষ্কার হয়ে যাবে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২৬ এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে।

আরও পড়ুন: Raj Chakraborty: বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর ওপর হামলা, আহত দেহরক্ষী

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর ফলে তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে।

তবে শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আপাতত তামিলনাড়ুর উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর মাঝে অবশ্য উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Raj Chakraborty: বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর ওপর হামলা, আহত দেহরক্ষী

Exit mobile version