Site icon The News Nest

Darjeeling-Kalimpong: রাতভর বৃষ্টিতে ধস, ব্যাপক যানজট দার্জিলিং-কালিম্পঙে

landslide at darjeeling

উত্তরবঙ্গে প্রবল বর্ষণের জেরে দার্জিলিং জেলায় ধস (Darjeeling Landslide)। জানা গিয়েছে, দার্জিলিঙের (Darjeeling) অন্ধেরি ঝোরা এলাকায় প্রবল ধস নেমে বিপর্যস্ত হয়েছে গোটা এলাকায়। আটকে পড়েছেন বহু পর্যটক। রাস্তায় ধসে জেরে থমকে গিয়েছে গাড়ি। জনজীবনও ব্যাহত। সব মিলিয়ে আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদের।

এ দিন ভোরে দার্জিলিং জেলার আন্ধেরিঝোড়ায় ধস নামে ৷ ভোরের দিকে যান চলাচল কম থাকায় সে ভাবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷ অন্যদিকে, কালিম্পঙের মংপো ফটকের কাছে জাতীয় সড়কে দু’টি জায়গায় ধস নামে (Landslide in Darjeeling-Kalimpong) ৷ যদিও, খবর পাওয়া মাত্র কালিম্পং জেলা প্রশাসন ও বর্ডার রোড অর্গানাইজেশন ওই দু’টি ধস সরিয়ে ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে দেয় ৷ কিন্তু, আন্ধেরিঝোড়ার ধস বড়সড় হওয়ায় এখনও তা সরানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: TMC – BJP: অভিষেককে ‘জুতো মারতে’ চান সৌমিত্র খাঁ! বেলাগাম বিষ্ণুপুরের বিজেপি সাংসদ

ধস সরানো না যাওয়ায় সিকিম ও কালিম্পংগামী সমস্ত গাড়ি পেশক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন ৷ ইতিমধ্যে জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন ৷ এ দিকে জাতীয় সড়কে ধসের জেরে তীব্র যানজট তৈরি হয়েছে ৷ ধসের কারণে সেভকের করোনেশন বা বাগপুল, রম্ভি ও কালিঝোড়ায় অনেক গাড়ি দাঁড়িয়ে গিয়েছে ৷ কালিম্পঙের জেলাশাসক আর বিমলা বলেন, ‘‘জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ চলছে ৷ খুব দ্রুত সড়ক খুলে যাবে ৷ রাতভর টানা ভারী বৃষ্টির কারণে ধসের ঘটনা ঘটেছে ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ৷ ইতিমধ্যে এক জায়গার ধস সরানো হয়েছে ৷’’

এদিকে, প্রবল বৃষ্টিরে জেরে ভেঙে পড়ে শিলিগুড়ির বালাসন নদীতে তৈরি অস্থায়ী হিউম পাইপের সেতু। রবিবার রাতেই ভেঙে পড়েছে সেতুটি। বালাসন নদীতে মূল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাশে হিউম পাইপের ব্রিজটি বানানো হয়েছিল। কয়েকদিন ধরেই জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতুটি। রবিবার রাত থেকেই পাহাড়ে টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে শুরু করেছিল। এরপরই জলের তোড়ে ভেঙে যায় হিউম পাইপের সেতুটি। ফলে এখন বেইলি ব্রিজ দিয়েই যাতায়াত করতে হবে এলাকাবাসীকে। এতে যানজট ব্যাপক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Agnipath: সোমবার ভারত বনধের ডাক, বাংলাকে সচল রাখতে নির্দেশিকা নবান্নের

Exit mobile version