Site icon The News Nest

Mamata Banerjee: ‘আমি হেরে যাওয়ার পর রি কাউন্টিং চেয়েছিলিস?’ মমতার রোষে শেখ সুফিয়ান

Mamata Banerjee and TMC leader Seikh Sufiyan

‘সেদিন তুই ছিলি কোথায়? আমি হেরে যাওয়ার পর রি কাউন্টিং চেয়েছিলিস?’ গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরমুহূর্তেই আবার নরম সুরে বলেন, “তোকে আমি স্নেহ করি।” গতকাল খড়্গপুরে (Kharagpur) দলীয় বৈঠক চলাকালীন শেখ সুফিয়ানকে (Sheikh Sufiyan) উদ্দেশ্য করে এভাবেই একের পর এক মন্তব্য ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।

গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নন্দীগ্রামে ভোট গণনায় গরমিলের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলাও বিচারাধীন রয়েছে৷কিন্তু নন্দীগ্রাম নিয়ে হাল ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুই মেদিনীপুরের নেতাদের নিয়ে দলীয় বৈঠকে নন্দীগ্রাম পুনরুদ্ধারের লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলনেত্রী৷

সুফিয়ান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি। সেই সূত্রেই সভাধিপতি বাছাইয়ের বৈঠকে খড়্গপুরে ডাক পেয়েছিলেন তিনি। সূত্রের খবর, মমতা বলেন, ‘‘সুফিয়ান তো সহ-সভাধিপতি আছে। সভাধিপতি পদ যে হেতু ওবিসি সংরক্ষিত, তাই আমি চাই উত্তম বারিক সভাধিপতি হোন। এঁরা দু’জন সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করুন।’’

আরও পড়ুন: TET: নিয়োগ দুর্নীতির আবহেই পরবর্তী টেটের তোড়জোড় শুরু

এই সময়ে নন্দীগ্রাম ১ ব্লকের জেলা পরিষদ সদস্য নাসিমা খাতুন বলে ওঠেন, ‘‘দিদি, নন্দীগ্রামে ব্লক সভাপতি বদলাতে হবে। জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যানও বদল করতে হবে। এঁরা বিধানসভা ভোটে সক্রিয় ছিলেন না।’’ এই প্রসঙ্গেই সুফিয়ানের নাম ধরে মমতার জিজ্ঞাসা, ‘‘সে দিন তুই কোথায় ছিলি! আমি হারার পরে রিকাউন্টিং চেয়েছিস?’’ সূত্রের খবর, সুফিয়ান দাঁড়িয়ে বলেন, ‘‘দিদি আপনাকে যাঁরা বলছেন, তাঁরা ভুল বার্তা দিচ্ছেন। আমি গণনা কেন্দ্রেই ছিলাম। আপনার সঙ্গে ছিলাম ,আছি এবং থাকব।’’ এর পরে নরম স্বরেই নেত্রী বলেছেন, ‘‘আমি তোকে স্নেহ করি।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নন্দীগ্রামে বিশেষ ভাবে জোর দিতে হবে। ২০২৪ এ ভালো ফল করতে হবে। ময়দানে থাকতে হবে তোমাদের।’ এই নির্দেশের মধ্যে দিয়েই মমতা স্পষ্ট করে দিলেন আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনেই নন্দীগ্রাম পুনরুদ্ধার করা লক্ষ্য তাঁর৷

আরও পড়ুন: Rain: নাগাড়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, মঙ্গলেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস জারি

Exit mobile version