Weather Update Heavy Rain Forecast in Kolkata and south bengal

Rain: নাগাড়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, মঙ্গলেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস জারি

দফায় দফায় বৃষ্টিতে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি জলের তলায় চলে গিয়েছে। কারণ চারদিকে জল জমে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকেও ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয়েছে। ঘন কালো মেঘে কলকাতা দিনের বেলায় সন্ধ্যা দেখতে পাচ্ছে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি দুর্বল হয়ে সোমবার আরও দূরে সরে গিয়েছে। কিন্তু তার প্রভাব এখনও থাকছে দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবারও কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বুধবারও দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব থাকবে।

আরও পড়ুন: Weather Update: দুর্গাপুজোতেও চলবে একটানা বৃষ্টি! পূবার্ভাসে জানিয়ে দিল মৌসম ভবন

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে দুর্বল হলেও তার প্রভাবে দক্ষিণবঙ্গে নাছোড় বৃষ্টি। সোমবার সারাদিন দফায় দফায় ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃষ্টির জেরে কলকাতায় এক ধাক্কায় বেশ খানিকটা পারদ পতন হয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম।

চলতি নিম্নচাপের দৌলতে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের ফলে বর্ষায় এ বছর বৃষ্টির ঘাটতি কিছুটা মিটবে বলেই আশা করছেন আবহবিদরা। এ বছর নির্ধারিত সময়ের পরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছিল। তার পর ভারী বৃষ্টি সে ভাবে হয়নি কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে।

আরও পড়ুন: Birbhum: ছাত্রের গলাকাটা দেহ মিলল ইলামবাজারের জঙ্গলে, গ্রেফতার বন্ধু