Site icon The News Nest

Weather Update: একধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমল, ৪৮ ঘণ্টায় বাংলায় আরও নামবে পারদ

winters

অবশেষে পশ্চিমবঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা। সোমবার একধাক্কায় পড়ল কলকাতার পারদ। তার ফলে আপাতত চলতি মরশুমের শীতলতম দিনের তকমা পেয়েছে সোমবার। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গে আরও কমবে রাতের তাপমাত্রা।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। রোদের পাশাপাশি বইবে উত্তুরে হাওয়া। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা কমে হতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে এখনও অবধি সব চেয়ে কম এবং রবিবারের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম।

আরও পড়ুন: CDS Bipin Rawat: শোকস্তব্ধ দেশ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীর

জাওয়াদের প্রভাব সেভাবে রাজ্যে পড়েনি। তবে নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে শহর থেকে গ্রাম বাংলা। গত কয়েকদিনে কুয়াশায় ঢেকেছিল গোটা রাজ্য। স্যাঁতস্যাঁতে ভাব থাকলেও, সেভাবে ঠান্ডা পড়েনি। ক্যালেন্ডারে মাস কিন্তু এটাই। এই সময় থেকেই ভালভাবে শীত অনুভূত হয়। একটা বৃষ্টি বৃষ্টি ব্যাপার। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাই থেকেই তামপাত্রা নামতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন।

আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, শনিবারের পর থেকেই কলকাতার তাপমাত্রা নামতে শুরু করবে। শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে।

আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: পরকীয়ায় বাধার জের! বালিশ চাপা দিয়ে শিশুকন্যাকে খুন করল মা

Exit mobile version