Site icon The News Nest

পুজো এবার ১৫ দিন! আগামী বছর ১০ দিন আগে শুরু হবে দুর্গোৎসব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

durga 1

আগামী বছর দুর্গাপুজোর অনুষ্ঠান শুরু হবে পুজোর ১০ দিন আগে থেকে। এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইউনেস্কোর পক্ষ থেকে কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করার পর সুপ্রভাট এমনটাই ঘোষণা করলেন মমতা।

সদ্যই কলকাতা পুরসভার ভোট হয়েছে। ১৪৪টির মধ্যে ১৩৪টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। আজ অর্থাৎ বৃহস্পতিবার জয়ী প্রার্থীদের নিয়ে মহারাষ্ট্র নিবাসে বৈঠক করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে উঠে আসে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি প্রসঙ্গ। সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছর দুর্গোৎসব শুরু হবে ১০ দিন আগে।

আরও পড়ুন: ‘মা ক্যান্টিনে’র বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে জবাব তলব রাজ্যপালের, পালটা জবাব দিল তৃণমূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কলকাতাই সেরা। সেরার সেরা হতে হবে কলকাতাকে। হেরিটেজের জন্য আমরা সেলিব্রেশন করব। আগামী বছর দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন।” যদিও ঠিক কীভাবে উদযাপন করা হবে, তা এখনও জানাননি তিনি। উল্লেখ্য, চলতি মাসেই কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। ইউনেস্কোর তরফে টুইটারে লেখা হয়, “মানবসভ্যতার অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এবার কলকাতার দুর্গাপুজো।”

প্রসঙ্গত, আগামী বছরর দুর্গাষষ্ঠী ১ অক্টোবর। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের ২০ তারিখের পর থেকেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব। যার ফলে একপক্ষ অর্থাৎ ১৫ দিন ধরে রাজ্যে দুর্গোৎসব হবে।

আরও পড়ুন: Municipal Polls: মার্চ মাসের মধ্যে বাকি রাজ্যে পুরভোট,হাইকোর্টে জানাল কমিশন

Exit mobile version