Site icon The News Nest

Durga Puja 2021 :পুজোয় রাতে কি এ বার ঠাকুর দেখা যাবে? কী বললেন মুখ্যমন্ত্রী?

mamata 2 scaled

দুর্গাপুজোর সময় কি রাতে ঘুরতে পারবেন? এখনও সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা করল না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনাভাইরাস পরিস্থিতির উপর নির্ভর করে আগামী ৩০ সেপ্টেম্বরের পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। তবে পুজো হলেও রাতে দর্শনার্থীরা ঠাকুর দেখতে বেরতে পারবেন কি না বা অন্যান্য বছরের মতো পুজো কার্নিভাল হবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেই অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের তিনি বলেন, ‘‘আগের বছর সরকার যে সমস্ত নিয়ম ঘোষণা করেছিল, এ বছরও তা কার্যকর থাকছে। ফলে আপনাদের কোনও অসুবিধা হবে না। নিয়ম মেনে পুজো করতে পারবেন।’’

আরও পড়ুন: উপনির্বাচন : বিজেপি প্রার্থী কে? ঘোষণা হবে কাল, কেন্দ্রীয় নেতৃত্বকে প্রচারের জন্য ডাকছি না : দিলীপ ঘোষ

গত বছর পুজোর আগে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, খোলামেলা প্যান্ডেল করতে হবে। প্যান্ডেল চত্বরে রাখতে হবে মাস্ক ও স্যানিটাইজার। এ বছর সেই নিয়ম থাকবে জানিয়ে মমতা বলেন, ‘‘ক্লাবে মাস্ক রাখবেন। স্যানিটাইজার রাখবেন। ক্লাব চত্বর স্যানিটাইজ করবেন। অনেক মানুষ পুজো দেখতে আসবেন। সকলের যাতে মাস্ক থাকে, নজর রাখবেন। মণ্ডপের মধ্যে মাস্ক বিলি করার ব্যবস্থাও করতে পারেন।’’

এই মুহূর্তে সরকারি যে বিধিনিষেধ চালু রয়েছে, সেই অনুযায়ী রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকে। পুজোয় দিনের থেকেই রাতে রাস্তাঘাট এবং প্যান্ডেলে বেশি ভিড় হয়। শহর কলকাতায় তো রাতেই মানুষের ঢল নামে। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘গত বার পুজোর সময় রাতে ছাড় দেওয়া হয়েছিল। এ বার কী করা যায়, তা নিয়ে কয়েক দিন পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। হাতে এখনও কিছুটা সময় আছে। এ ছাড়া, পুজোর বিসর্জন শুরু হবে ১৫ অক্টোবর থেকে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। সেই নিয়ম মেনে ১৮ অক্টোবর পুজোর কার্নিভাল হওয়ার কথা। কিন্তু এ বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আরও পড়ুন: দিল্লি গেলেন অভিষেক, ইডি দপ্তরে কি হাজিরা? ‘শিরদাঁড়া বিক্রি করব না’, বললেন টিএমসির সেকেন্ড ইন কমান্ড

Exit mobile version