Site icon The News Nest

রমজান ২০২০: জেনে নিন কবে দেখা যেতে পারে চাঁদ?

ওয়েব ডেস্ক: আগামী বৃহস্পতিবার,২৩ এপ্রিল সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সে অনুযায়ী ওই দিন ভোররাতে সেহরি খেতে হতে হবে, এবং ২৪ এপ্রিল প্রথম রোজা পালন হবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

ভারত-পাকিস্তান-বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ায় দেশগুলিতে আগামী ২৪ এপ্রিলও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে এদেশে ২০২০ সালের রোজা শুরু হবে ২৫ এপ্রিল থেকে। ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার’-এর তরফে জানানো হয়েছে, রমজানের আগের মাস, ১৪৪১ সালের ‘শাবান মাস’ শুরু হয়েছিল ২৬ মার্চ। অর্থাৎ ২২ এপ্রিল সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে না। পরের দিন, ২৩ এপ্রিল রমজানের চাঁদ দেখা যাবে। হাদিসে আছে, ‘শাবানের ২৯ দিন পূর্ণ করার পর তোমরা যদি রমজানের চাঁদ না দেখ তাহলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে’। সুতরাং চাঁদ দেখার উপরই নির্ভর করবে রমজানের সূচনা।

আরও পড়ুন:  জলের চেয়েও সস্তা তেল! করোনার মারে টালমাটাল জ্বালানির বাজার

এই বছর করোনাভাইরাসের জন্য দেশজুড়ে লকডাউন জারি রয়েছে। সমাজিক দূরত্ব পালনের রীতি বজায় রাখার জন্য ভারতে রমজানের চেনা ছবি দেখা যাবে না এই বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই গোটা বিশ্বের মুসলীম সম্প্রদায়ের মানুষের কাছে এই পবিত্র মাস পালনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। ‘Covid-19-এর কথা মাথায় রেখে সুরক্ষিত রমজান নির্দেশিকা’ ইতিমধ্যেই সামনে এনেছে WHO। ভারত সহ বিশ্বের বহু দেশে মসজিদ সহ সকল ধর্মীয় জায়গাগুলি ইতিমধ্যেই বন্ধ রয়েছে। ভারতেও প্রসাশনের তরফে সকলকে বাড়িতেই এই পবিত্র মাস পালনের আর্জি জানানো হয়েছে। 

সৌদি আরবের শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান সারা পৃথিবীর মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা – করোনাভাইরাস বিস্তার ঠেকানোর স্বার্থে – আসন্ন রমজান মাসে এক জায়গায় জমায়েত হয়ে নামাজ না পড়েন।আলেমদের কাউন্সিল বলেছে যে যেহেতু এক জায়গায় অনেক লোকের সমাগমই সংক্রমণ ছড়ানোর প্রধান কারণ – তাই মুসলিমদের উচিত হবে এরকম জমায়েত এড়িয়ে চলা।

সুন্নি –সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টায় মক্কায় অবস্থিত মুসলিমদের পবিত্রতম মসজিদ সহ দেশের মসজিদগুলো বন্ধ করে দেয়া সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মুসলমানদের সবচেয়ে পবিত্র দুটি স্থান, মক্কা এবং মদিনায় অবস্থিত দুই মসজিদের বাইরের চত্বরে নামাজ পড়া স্থগিত করা হয় গত ২০শে মার্চ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয় বলে জানানো হয়। মসজিদ চত্ত্বরে প্রতিদিনের নামাজের পাশাপাশি জুমার নামাজও স্থগিত করা হয়।

আরও পড়ুন:  এবার রাষ্ট্রপতি ভবনেও করোনা হানা, আইসোলেশনে ১২৫টি পরিবার

Exit mobile version