Site icon The News Nest

আজ বিশ্ব রক্তদান দিবস ২০২০: জেনে নিন স্বেচ্ছা রক্তদানের সাত-সতের

blood

আজ বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।

আরও পড়ুন : COVID মুক্ত হয়েও পেটের সংক্রমণে লড়াই থামল ভাঙড় আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠার

রক্তদান জীবন দান। কথাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। অথচ রক্তদানের (Blood Donors Day) প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা এখনও আমাদের মধ্যে গড়ে ওঠেনি সে ভাবে।

রক্ত দেওয়ার আগে যে বিষয়গুলি মনে রাখা দরকার
* রক্ত দিতে যাওয়ার আগে দেখে নিন আপনার জ্বর বা সর্দি কাশি আছে কিনা।

* কোনও অ্যান্টিবায়োটিক বা ইনসুলিন ট্রিটমেন্ট যাতে না চলে তা নিশ্চিত করুন।
* হার্টের সমস্যা, হাইপার টেনশন, মধুমেহ, ক্যান্সারের কোনও উপসর্গ, কিডনির অসুখ, বা কোনওরকম ক্রনিক অসুখ থাকলে রক্ত দিতে যাবেন না।
* ৬ মাসের মধ্যে কোনওরকম অস্ত্রোপচার হলে রক্ত না দেওয়াই ভালো।
* ২৪ ঘণ্টার মধ্যে কোনও ভ্যাকসিনেসন নেওয়া যাবে না।
* অন্তঃস্বত্ত্বা অবস্থায় রক্ত না দেওয়াই ভালো।
* যদি এর আগে রক্ত দিতে গিয়ে আপনি অজ্ঞান হয়ে যান তাহলে এখনই রক্ত না দেওয়া ভালো।
* কোনওরকম ড্রাগ নিয়মিত সেবন করলে রক্তদান করবেন না।
* রক্তের জন্য কোনও ওষুধ খেলে রক্তদান করবেন না।
* গত ৪৮ ঘণ্টায় অ্যালকোহল সেবন করা চলবে না।

রক্তদানের পর যে বিষয়গুলি মনে রাখা দরকার
আগামী ২৪ ঘণ্টায় ৪ গ্লাস জল খান।
রক্তদানের পর লাগিয়ে দেওয়া স্ট্রিপ ব্যান্ডেজ অন্তত কয়েক ঘণ্টা রাখুন।
ত্বকের র‌্যাশ এড়ানোর জন্য ব্যান্ডেজ খোলার পর ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিন।
ওই দিন ভারী কিছু তুলবেন না বা এক্সারসাইজ না করাই ভালো।
যদি সূঁচ ফোটানো জায়গা থেকে রক্তপাত হতে থাকে তা হলে ক্ষতের উপর চাপ দিয়ে হাত সোজা করে ৫-১০ মিনিট উপরের দিকে তুলে রাখুন।
যতক্ষণ না রক্তপাত বন্ধ হচ্ছে।
রক্ত দেওয়ার পর মাথা ঘুরলে বা কোনও রকম শারীরিক অস্বস্তি হলে কিছু ক্ষণ বসে থাকুন বা শুয়ে থাকুন। যতক্ষণ না সুস্থ বোধ করছেন।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মিলখা সিং-এর স্ত্রী নির্মল কাউর

Exit mobile version