Site icon The News Nest

আদিবাসী ভাষায় কথা! ‘অপরাধে’ কিশোরকে ক্লাসেই জীবন্ত জ্বালিয়ে দিল সহপাঠীরা!

fire2

ক্লাসের মধ্যেই সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল দুই স্কুলপড়ুয়া। মেক্সিকোর (Mexico) সেই স্কুলে বর্ণবৈষম্যের (Racism) এমন জঘন্য নজিরের ঘটনা সামনে আসতেই গর্জে উঠেছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। আহত পড়ুয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল, সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।  ঘটনাটি ঘটেছে মেক্সিকোর কোয়েরেতারো প্রদেশে।

পুলিশ সূত্রে খবর, ওটোমি জাতির হওয়ার কারণে বছর চোদ্দোর হুয়ান জ্যামোরানোকে স্কুলে জাতিবিদ্বেষের শিকার হতে হয়। অভিযোগ, প্রায়ই সহপাঠীরা তার জাত তুলে নানা রকম ভাবে উত্ত্যক্ত করত। জ্যামোরানোর পরিবারের আরও অভিযোগ, শুধু সহপাঠীরাই নয়, শিক্ষিকাও জাত তুলে তাকে নানা ভাবে হেনস্থা করতেন।

আরও পড়ুন: স্বামী ভাড়া দিচ্ছেন তিন সন্তানের মা , খুল্লামখুল্লা বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায়

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুই ছাত্র জ্যামোরানোর বসার আসনে অ্যালকোহল ঢেলে দেয়। জ্যামোরানো সেই আসনে বসলে তার ট্রাউজার্স অ্যালকোহলে ভিজে যায়। অভিযোগ, এর পরই দুই সহপাঠীর মধ্যে এক জন জ্যামোরানোর গায়ে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অবস্থায় জ্যামোরানোকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল জ্যামোরানোর।

এর পরই স্কুল কর্তৃপক্ষ এবং দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জ্যামোরানোর পরিবার। জ্যামোরানোর মাতৃভাষা ওটোমি হলেও সে ওই ভাষায় কথা বলতে চাইত না। কেননা, ওই ভাষায় কথা বললে তাকে স্কুলে উপহাস করা হত। এমনকি জাত তুলেও অপমান করা হত বলে দাবি জ্যামোরানোর পরিবারের আইনজীবী আর্নেস্টো ফ্র্যাঙ্কোর।

আরও পড়ুন: Viral : হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল ফাঁকা রেললাইন! লন্ডনে হুলস্থূল কাণ্ড

Exit mobile version