Site icon The News Nest

প্রকৃতির যত্ন নিন…ক্রীড়াবিদদের টুইটে ভেসে উঠল এমনই বার্তা

Asian little girl and parent planting young tree on black soil together as save world concept in vintage color tone

ওয়েব ডেস্ক: আজ, বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এই দিনটি উদ্‌যাপনের একমাত্র উদ্দেশ্য হল মানুষকে তাদের পৃথিবী এবং পরিবেশ রক্ষায় সচেতন করা। মানুষকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে আমাদের ক্রীড়া জগৎ খুব বেশি পিছিয়ে নেই। শচীন থেকে সাইনা নেহওয়াল এবং বজরং পুনিয়া থেকে রানি রামপাল পরিবেশ দিবসে এই বার্তা দিয়েছেন…

শচীন তেন্ডুলকর
আমাদের প্রত্যেকের একটি ছোট পদক্ষেপ আমাদের পৃথিবীকে বাস করার জন্য আরও উপযুক্ত তৈরি করে দীর্ঘ পথ যেতে পারে।

বজরং পুনিয়া -পৃথিবী আমাদের বাড়ির মতো, এটি পরিষ্কার এবং সবুজ রাখুন।

সাইনা নেহওয়াল – আমাদের দায়িত্ব পৃথিবীকে পরিষ্কার ও সবুজ রাখা।

আরও পড়ুন: বিদ্বেষমূলক মন্তব্যের জেরে যুবির বিরুদ্ধে FIR,চাপে পড়ে ক্ষমা চাইলেন যুবরাজ

রোহিত শর্মা – ব্যালকনিতে দাঁড়িয়ে পাখি এবং রাস্তায় বন্যজীবন দেখতে চাই।

রানি রামপাল -প্রকৃতি ঈশ্বরের শিল্প।

যোগেশ্বর দত্ত– পরিবেশের প্রতি আপনার দায়িত্ব বুঝুন, এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করুন… বিশ্ব পরিবেশ দিবসে আসুন, আমাদের উচিত আরও বেশি করে গাছ লাগানো এবং আমাদের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি নেওয়া।

সুশীল কুমার -পৃথিবী আমাদের বাড়ি এবং এটিকে পরিষ্কার ও সবুজ রাখার জন্য আমাদের অবশ্যই প্রচেষ্টা করা উচিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসুন আমরা তাকে আরও উন্নত স্থান করার প্রতিশ্রুতি দিই !! আসুন আমাদের আগত প্রজন্মকে সুন্দর জীবনযাপনের জন্য স্বাস্থ্যকর পরিবেশ দিই।

আরও পড়ুন: লা লিগা শুরুর আগে দুঃসংবাদ, চোট পেয়েছেন মেসি, প্রত্যাবর্তনের ম্যাচ নিয়ে শঙ্কা

Exit mobile version