Site icon The News Nest

Imran Khan: পদযাত্রায় ইমরান খানের উপর প্রাণঘাতী হামলা, চলল গুলি

imran khan

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ! পাক সংবাদমাধ্যম জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে পাক পঞ্জাব প্রদেশের গুজরনওয়ালার আল্লাহওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন। সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে ইমরান খান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধরি জানিয়েছেন, আহত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য লাহোরে আনা হচ্ছে। হামলার ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করছে পাক পুলিশ।

পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চ শুরু করেছন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। সেখান থেকে তাঁরা সকলে প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাচ্ছেন। সেই কর্মসূচির অংশ হিসাবেই ওয়াজিরাবাদের অদূরে গুজরনওয়ালায় দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। ইমরানের পায়ে একাধিক গুলি লেগেছে বলে তাঁর দলের নেতাদের দাবি। আপ্ত সহায়ক-সহ আরও কয়েক জন নেতা-কর্মী গুলি বিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: World’s Dirtiest Man : ৬০ বছর পর স্নান করতেই মৃত্যু Amou Haji-র

উল্লেখ্য, পাকিস্তান তেহরিক -এ-ইনসাফ পার্টির তরফে জানানো হয়েছে, সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার অবস্থা দেখা যায় ইমরানের গদি টলে যাওয়ার পর থেকেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মুসলিম লিগ সেদেশের শাসনক্ষমতা দখল করে ইমরান সরকারের সংখ্যাগরিষ্ঠতা দুর্বল হতেই। পাক সাংবিধানিক নিয়ম অনুযায়ী সেদেশের সংসদে আসে শরিফের সরকার। তারপর থেকেই পাকিস্তান জুড়ে বিভিন্ন জায়গায় সরকার বিরোধী আন্দোলন করতে থাকেন ইমরান খান।  সেদেশের কোর্টে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে আর্থিক দুর্নীতি ঘিরে। এই প্রেক্ষাপটে এমন গুলি চালনার ঘনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: Hilsa Fish: একটা ইলিশের দাম মাত্র ৮০ টাকায়! মাথায় হাত জেলেদের

Exit mobile version