Site icon The News Nest

Pakistan: মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্তত ২৮, আহত শতাধিক

blast in pakistan

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ! ইতিমধ্যে ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ১৫০ জন। তাঁদের মধ্য়ে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারের এই হামলার ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন বহু নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহত হয়েছেন ৯৬ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

আরও পড়ুন: Dawood Ibrahim : ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, স্বীকারোক্তি ভাগ্নের

পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ়’-এর দাবি, বিস্ফোরণের আগে মসজিদের ভিতরেই ছিলেন আত্মঘাতী বোমারু। নামাজের জন্য জড়ো হওয়া মানুষজনের মধ্যে সামনের সারিতে ছিল সে । মসজিদের নিরাপত্তা আধিকারিকেরা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটায় ওই দুষ্কৃতী। পেশোয়ারের পুলিশ প্রধান মহম্মদ ইজাজ খান সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, দুপুর ১টা ৪০ মিনিটে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ হয়। খবর পেয়ে মসজিদে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকেরা। শুরু হয়েছে উদ্ধারকাজ। বিস্ফোরণের তীব্রতা উড়ে যায় মসজিদের ছাদ। লাগে আগুন।

আহতদের উদ্ধার করে পেশোয়ারের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সিকন্দর খান নামে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘বিস্ফোরণের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়েছে। তার নীচে অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে।’’ বিস্ফোরণের পর ওই মসজিদের আশপাশের গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।

আরও পড়ুন: Balochistan: সেতু থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বাস, বালুচিস্তানে মৃত ৪১

Exit mobile version