Site icon The News Nest

Afghanistan Crisis: ৪ ঘন্টার মধ্যে আত্মসমর্পনের নির্দেশ তালিবদের, পঞ্জশিরে পাল্টা তৈরি মাসুদ বাহিনীও

Panjshir 1

পঞ্জশির এলাকায় এবার তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ শয়ে শয়ে তালিবান যোদ্ধা রওনা দিয়েছে হিন্দুকুশ পর্বতমালার দিকে৷ এই দুর্গম পর্বতমালার মাঝেই রয়েছে পঞ্জশির৷ গোটা আফগানিস্তান দখলে এলেও তালিবানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এই এলাকা৷ এমনকী নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে যখন আফগানিস্তানে তালিবানদের রাজত্ব ছিল তখনও ‘স্বতন্ত্র’ ছিল পঞ্জশির৷

১৫ অগস্ট কাবুলের পতনের পর তালিবান চেষ্টা করে পঞ্জশিরেও আধিপত্য কায়েম করার৷ কিন্তু বশ্যতা স্বীকার করেননি পঞ্জশিরের যোদ্ধারা৷ আহমেদ মাসুদের নেতৃত্বে তালিবানের বিরুদ্ধে লড়াই হচ্ছে সেখানে। আশরফ গনি জমানার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহও রয়েছেন তাঁর সঙ্গে। আফগান বাহিনীর একটা অংশও যোগ দিয়েছে তাঁদের সঙ্গে। এই বাহিনীর সামনে পড়ে গত কয়েক দিনে বেশ কয়েক বার পিছু হটেছে তালিবান। সেই পঞ্জশির দখলে এ বার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তাঁরা।

আরও পড়ুন: আমেরিকা আল কায়দার বিরুদ্ধে লড়তে গিয়েছিল ,আফগানিস্তান গড়তে যায়নি, বললেন বাইডেন

অত্যাধুনিক অস্ত্র-সমেত শয়ে শয়ে তালিবান যোদ্ধাদের পঞ্জশির দখলে পাঠিয়েছে তারা৷ শত্রুকে স্বাগত জানাতে তৈরি প্রতিরোধী বাহিনীও৷ দেশের তদারকি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ জানিয়েছেন, তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে তারা প্রস্তুত৷ সোমবার সকালে টুইটে তিনি বলেন, ‘এর আগের দিন আন্দারাব উপত্যকায় প্রতিরোধের মুখে পরে পিছু হঠেছিল তালিবান৷ তার পর পঞ্জশিরে ঢোকার মুখে দাঁড়িয়ে তালিবানের বিরাট সংখ্যক যোদ্ধা জড়ো হয়েছে৷’

শত্রুকে স্বাগত জানাতে তৈরি প্রতিরোধী বাহিনীও৷ দেশের তদারকি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ জানিয়েছেন, তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে তারা প্রস্তুত৷ সোমবার সকালে টুইটে তিনি বলেন, ‘এর আগের দিন আন্দারাব উপত্যকায় প্রতিরোধের মুখে পরে পিছু হঠেছিল তালিবান৷ তার পর পঞ্জশিরে ঢোকার মুখে দাঁড়িয়ে তালিবানের বিরাট সংখ্যক যোদ্ধা জড়ো হয়েছে৷’

আরও পড়ুন: বহু ভারতীয়-সহ মোট ১৫০ ‘অপহৃত’ কাবুলে, অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিল তালিবান

 

Exit mobile version