Site icon The News Nest

ধিক্কার! মানুষের লালসায় পৃথিবী থেকে চিরতরে মুছে গেল সাদা জিরাফ

giraffe edit

কেনিয়া: পাচারকারীদের হাতে প্রাণ গেল বিশ্বের একমাত্র সাদা জিরাফের। সঙ্গে তার শিশু জিরাফকেও রেহাই দিল না পাচারকারীরা। কেনিয়ার একমাত্র মহিলা সাদা জিরাফ ও তার শিশুর দেহ উদ্ধার করেছে জঙ্গলের সংরক্ষণকারীরা।

বেঁচে ছিল মাত্র তিনজন ৷ বাবা-মা আর তাদের সন্তান ৷ গোটা পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা অত্যন্ত বিরল, বিলুপ্তপ্রায় সেই সাদা জিরাফের মা ও সন্তানদের মৃত্যু হল পাচারকারীদের হাতে! কেনিয়ার একমাত্র মহিলা সাদা জিরাফ ও তার শিশুর দেহ উদ্ধার করেছে জঙ্গলের সংরক্ষণকারীরা। বর্তমানে গোটা বিশ্বে একটিমাত্র পুরুষ সাদা জিরাফ বেঁচে রইল ৷ জিরাফ দু’টির দেহে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন:  করোনা ভাইরাস থেকে কীভাবে রক্ষা করবেন আপনার ফোনকে? জেনে নিন ৫ সহজ টিপস

২০১৭ সালে প্রথম সাদা জিরাফের খোঁজ মিলেছিল কেনিয়ার ইশাকবিনি হিরোলা কনসারভেন্সিতে ৷ তারপর থেকেই জিরাফগুলির উপর কড়া নজর রাখা হচ্ছিল ৷ এমনকি ওই জঙ্গলের পর্যটকদের কাছেও ওই সাদা জিরাফগুলি ছিল প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ৷ কিন্তু চোরাশিকারকারীদের লালসার কাছে হার মানল অবলা প্রাণ ৷

এদিন বিরল জিরাফের মৃত্যুতে রেঞ্জার ও কমিউনিটির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিনটিকে কালো দিন বলে চিহ্ণিত করার কথা তোলেন তাঁরা। কেনিয়ার প্রান্তিক এলাকায় বিশেষজ্ঞ ও পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল এই জিরাফ।

Exit mobile version