Site icon The News Nest

Winter Gardening Guide: জেনে নিন শীতকালীন ফুলের গাছের পরিচর্যা ও রোগ প্রতিরোধ

winter flowers

সামশুল আলম

শীতকাল মানেই হল কনকনে উত্তুরে হাওয়া, সোয়েটার, পিকনিক ইত্যাদি। তবে সব বাগানীদের পছন্দের ঋতু হল এই শীতকাল। প্রত্যেকটি শখের বাগান সেজে ওঠে শীতকালীন ফুলের গাছের বাহারে। শুধু ফুলের গাছ নয়, নানান ফল ও সবজির গাছ অতি সহজেই ও কম পরিচর্যায় পর্যাপ্ত পরিমাণে ফলানো সম্ভব। তবে শখের বশে এই শখের বাগানে ফুলের গাছই বেশি সেজে-গুজে ওঠে। শীতকাল এসেছে মানেই শখের বাগানীদের বাগানের সৌন্দর্য বাড়তে চলেছে। জেনে নিন শীতকালীন ফুল সম্পর্কে কিছু তথ্য –

শীতকালীন ফুলের নাম –

দেশি গাঁদা, রাজ গাঁদা, পিটুনিয়া ইনকা গাঁদা, ডেইজি, জাম্বো গাঁদা, চায়না গাঁদা, রক্ত গাঁদা, কারনেশন, শিউলী ফুল, রজনীগন্ধা (ডাবল পেটাল ও সিঙ্গেল পেটাল), চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, আইস প্ল্যান্ট, ক্যামেলিয়া, প্যান্সি, হলিহক, কামিনী, ভারবেনা, সিলভিয়া, কসমস, ক্যালাঞ্চু, মর্নিং গ্লোরি, সূর্যমুখী, ক্যালেন্ডুলা, অ্যাজালিয়া, সন্ধ্যামালতি, মোরগঝুঁটি, গ্যাজানিয়া, সুইট পি, পর্তুলিকা, মেস্তা জবা, ডায়ান্থাস, লুপিন, পপি, ডালিয়া, গোলাপ ইত্যাদি।

আরও পড়ুন: Gardening Tips: চোখ ধাঁধানো গোলাপ বাগান চান ? এই টিপসগুলি মাথায় রাখুন ,দারুণ ফুল হবে

পরিচর্যা –
পর্যাপ্ত পরিমাণে জল, সূর্যালোক আর পুষ্টিমৌলের জোগান দিতে হবে। ঠান্ডা আমেজ থাকার ফলে টবে ঘন ঘন জল দেওয়ার প্রয়োজন নেই। মিষ্টি সূর্যালোকে সারাদিন ফুল গাছগুলো রাখতে হবে। ঘন ঘন সার প্রয়োগ করার দরকার নেই। মাসে একবার পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে।

রোগ প্রতিরোধ –
শীতকালে বাগানে খুব একটা রোগের প্রাদুর্ভাব দেখা না গেলেও নিয়মিত নিম পাতার রস স্প্রে করতে হবে। কিছু
ফাঙ্গিসাইড ও ইন্সেক্টিসাইড ব্যবহার করলে মিলিবাগ, পিঁপড়ে, ল্যাদাপোকা ও অন্যান্য পোকামাকড়ের আক্রমণ কম হবে শখের বাগানে।

আরও পড়ুন: Gardening Tips: আর মরবে না শখের গাছ- জানুন প্রতিস্থাপনের সঠিক পদ্ধতি

 

 

Exit mobile version