How To Pot or Repot Your Houseplant Step By Step

Gardening Tips: আর মরবে না শখের গাছ- জানুন প্রতিস্থাপনের সঠিক পদ্ধতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সামশুল আলম

গাছ পাগল অথবা শখের বাগানী, শখের বশে নার্সারি বা পেট মার্কেট থেকে এক বা একাধিক গাছ কিনে আনছেন। কিন্তু সেই গাছ বাড়িতে এনে বাগানে লাগানোর কিছু দিনের মধ্যেই আসতে শুরু করে প্রতিক্রিয়া। কখনও দেখা যায় যে গাছগুলো হয়তো ঝিমিয়ে পড়ছে অথবা পাতা ঝরে যাচ্ছে অথবা সপ্তাহের মধ্যেই মরে যাচ্ছে। তবে কী রোগগ্রস্ত গাছ কিনে আনছেন সকলে! গাছ সম্পর্কিত তথ্যের অভাবে ভুগছেন বাগানী! নাকি গাছ লাগানোর সঠিক পদ্ধতি জানা নেই!
নার্সারি বা পেট মার্কেট, যেখান থেকেই গাছ কিনে থাকুন, একটু তথ্য ও সতর্কতার সঙ্গে গাছ লাগানো হলে আর মরবে না শখের গাছগুলো।

গাছ লাগানোর আগে এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে-

১- নার্সারি বা পেট মার্কেট থেকে গাছ কিনে এনেই সঙ্গে সঙ্গে গাছটিকে বাগানবাড়িতে বা টবে প্রতিস্থাপন করবেন না।
২- কিনে আনার অন্তত ১০ দিন পরে প্রতিস্থাপন করা যেতে পারে।
৩- গাছ কিনে এনে ২-৩ দিন আধো আলো ছায়াতে গাছটিকে রাখতে হবে।
৪- মাটির প্রস্তুতি ১০ দিন আগেই করে নেওয়া ভালো।

আরও পড়ুন: Gardening Tips: চোখ ধাঁধানো গোলাপ বাগান চান ? এই টিপসগুলি মাথায় রাখুন ,দারুণ ফুল হবে

৫- মাটির মিশ্রণে গাছের পরিচর্যার জন্য পুষ্টিমৌল যেন অবশ্যই থাকে।
৬- প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করা যেতে পারে।৭- রাসায়নিক সার অথবা রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যাবে না।
৮- গাছ প্রতিস্থাপনের পরে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে।
৯- প্রতিস্থাপনের ২ দিন পরে পর্যাপ্ত সূর্যালোকে গাছটিকে রাখতে হবে।
১০- গাছটিকে নতুন মাটিকে ধারণ করার সময় দিতে হবে।

আরও পড়ুন: Gardening Tips: কিভাবে রক্ষা করবেন মাটির উর্বরতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest