Site icon The News Nest

মাস্কের জন্য ৩ কোটি অনুদান অক্ষয়ের, স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের হোটেল খুলে দিলেন সোনু সুদ

akshay sonusood 1582040199

ওয়েব ডেস্ক: করোনা মোকাবিলায় দেশবাসীর পাশে দাঁড়াতে কোনওরকম ক্রুটি রাখছেন না অক্ষয় কুমার। আগেই করোনার বিরুদ্ধে যুদ্ধে পিএমকেয়ারস ফান্ডে ২৫ কোটি টাকার অনুদান নিয়েছেন খিলাড়ি কুমার। এবার জানা গেল এবার BMC-কে PPE কিট, স্যার্জিক্যাল মাস্ক এবং করোনা পরীক্ষার কিট তৈরিতে দিলেন ৩ কোটি টাকার অনুদান দিয়েছেন আক্কি। সুতরাং করোনা মোকাবিলায় ইতিমধ্যেই ২৮ কোটি টাকার বিরাট অর্থ দান করলেন অক্ষয়। এই খবর টুইটারে দেওয়ালে নিশ্চিত করেছেন জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

আরও পড়ুন: ওড়িশার পর পঞ্জাব, লকডাউনের মেয়াদ বাড়ল ১ মে পর্যন্ত

করোনা নিয়ে দেশবাসীকে সচেতন করার প্রয়াসও সোশ্যাল মিডিয়ায় জারি রেখেছেন ‘গুড নিউজ’ অভিনেতা। এই কঠিন পরিস্থিতিতেও জরুরি পরিষেবায় নিযুক্ত ব্যক্তিরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন, তাঁদের উদ্দেশেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ‘দিলসে থ্যাঙ্ক ইউ’ ক্যাম্পেন শুরু করেন অভিনেতা। ব্যাপক সাড়াও পান তিনি। বৃহস্পতিবার দিনভর টুইটারে ট্রেন্ড করেছে অক্ষয়ের এই উদ্যোগ।

আরও পড়ুন: করোনার গ্রাসে সৌদি রাজপরিবার! আক্রান্ত অন্তত ১৫০ সদস্য

করোনা মোকাবিলায় শুরু থেকেই দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। এবার অভিনেতা সোনু সুদও এই তালিকায় নাম লেখালেন।  একটি রিপোর্টে জানা গেছে, করোনায় আক্রান্তদের চিকিতসা করতে যে চিকিৎসক, নার্সরা দিনরাত এক করে দিচ্ছেন, তাঁদের জন্য মুম্বইতে নিজের হোটেলের দরজা খুলে দিলেন সোনু সুদ। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসক, নার্সরা মুম্বইতে হাজির হয়ে রোগীদের চিকিৎসা করছেন, সেবা করছেন তাঁদের কেউ কেউ সময়ের অভাবে বাড়ি ফিরে ন্যূনতম অবসরও নিতে পরছেন না। ওইসব চিকিৎসক এবং নার্সরা যাতে বিশ্রাম করতে পারেন, সেই কারণে তাঁদের জন্য নিজের হোটেলের দরজা খুলে দিয়েছেন ‘দাবাং ‘ অভিনেতা। 

ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালকে বিষয়টি জানানো হয়েছে। সেখানকার চিকিৎসক এবং নার্সরা যাতে তাঁর হোটেলে হাজির হয়ে বিশ্রাম নিতে পারেন, সেই ব্যবস্থা ইতিমধ্যেই করে দিয়েছেন বলে জানান বলিউডের এই অভিনেতা। 

আরও পড়ুন: লকডাউনে থাকা ধোনির সময় কাটছে কীভাবে, হদিশ দিলেন সাক্ষী

Exit mobile version