Site icon The News Nest

শীত উদযাপন! মাখন-ক্রিমের মিলমিশে ধাবা স্টাইল ‘বাটার চিকেন’ বানিয়ে নিন বাড়িতেই…

butter chicken 3

Better than takeout, make easy Indian butter chicken in just 30 minutes, with a creamy tomato-based sauce, charred chicken, and incredible spice + flavour. | aheadofthyme.com

শীত মানেই জমিয়ে খাওয়া দাওয়া। ভালো খাবারের মধ্যে চিকেন থাকবেই। চিকেন যেমন সহজপাচ্য তেমনই সহজে রান্নাও করা যায়। তন্দুরি , পঞ্জাবি, চাইনিজ সবরকম ভাবেই রান্না করা যায় চিকেন। চিকেনের এই হরেক রোসিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল চিকেন বাটার মশলা। রুটি, পরোটা, নান এইসবের সঙ্গে যেমন ভালো লাগে তেমনই জিরা রাইস কিংবা পোলাও এর সঙ্গেও দিব্য মানিয়ে যায়। আর রান্নায় ক্রিম, বাটার, কাজু এসব উপকরণ থাকায় স্বাদেও খোলতাই হয়। শীতের রাতে তন্দুরি রুটির সঙ্গে বাটার চিকেন মানেই স্বর্গ। উত্তর ভারতের জনপ্রিয় এই পদ এখন মন কেড়েছে দেশবাসীর।দেখে নিন কীভাবে বানাবেন।

উপকরণ

৫০০ গ্রাম চিকেন ব্রেস্ট (ছোট পিস করে কাটা)

১/২ কাপ পুদিনা পাতা বাটা

১/২ কাপ ধনে পাতা বাটা

২ চা-চামচ আদা বাটা

১চা চামচ রসুন বাটা

২ টেবিল চামচ ঘি

২ চা চামচ গরম মশলা গুঁড়ো

২ চা চামচ ধনে গুঁড়ো

২ চা চামচ জিরে গুঁড়ো

১ টেবিল চামচ ছাতু

৫০ গ্রাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১/২ কাপ সর্ষের তেল

১ কাপ কাজুবাদাম বাটা

১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা

১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো

১/২ চা চামচ ফুড কালার

২টি পাতিলেবুর রস

স্বাদমতো নুন

১/২ কাপ দই

গ্রেভির জন্য

১০০ গ্রাম মাখন

২৫০ মিলি ফ্রেশ ক্রিম

৪টি পেঁয়াজ

১ কাপ কাজু

৫-৬টি টোম্যাটো

৪-৫টি শুকনো লঙ্কা

৮-১০ কোয়া রসুন

১.৫ চামচ আদা বাটা

২ চা চামচ চিনি

স্বাদ মতো নুন

৩ চা চামচ কসৌরি মেথি

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো

৪ কাপ জল

প্রয়োজন অনুযায়ী গোটা গরম মশলা

১ টি বড় এলাচ

১টি স্টার অ্যানিস

২-৩টি তেজ পাতা

আরও পড়ুন:

প্রণালী:

প্রথমে মাংসের ব্রেস্টগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে একে একে ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, কাজুবাদাম বাটা, দই, লেবুর রস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, ফুড কালার, পাতিলেবুর রস, ছাতু ও সর্ষের তেলে গুলে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে মাখিয়ে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

সময় হলে মাংসের টুকরোগুলো গ্রিলারে বা তাওয়ায় গ্রিল করে নিন। মাইক্রোওভেনেও রান্না করা যেতে পারে। তৈরি হল কাবাব।

একটি কড়াইয়ে সাদা তেল ও মাখন ভাল করে গরম করে নিতে হবে এবং তার মধ্যে দিতে হবে তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস ও দারুচিনি। এ বার একটু ভাল করে নাড়িয়ে দিতে হবে। এরপরে দিতে হবে পেঁয়াজ,আদা, রসুন, টোম্যাটো, কিছুটা মাখন, কাজুবাদাম। অল্প আঁচে কিছুক্ষণ রেখে পরিমাণমতো জল দিয়ে ঢেকে দিন।

টোম্যাটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার স্বাদ মতো নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। অল্প চিনি দিন। বেশ থকথকে হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করতে দিন। ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ছেঁকে রাখা পেস্ট কড়াইয়ে দিয়ে ভাল করে ফুটতে দিন।

এ বার কাবাবগুলো দিয়ে দিন ও ক্রিম দিন। বেশ গাঢ় হয়ে এলে আরও কিছুটি মাখন ও ক্রিম দিন। কসৌরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দিন। কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন। তারপর গরম গরম পরিবেশন করুন তন্দুরি রুটি বা বাটার নান দিয়ে। দিল্লি কা বাটার চিকেন এ বার তাহলে বাড়িতেই?

আরও পড়ুন: বড়দিনের কেক থেকে নলেন গুড়ের পিঠে… এবার এক ফোনেই পৌঁছে যাবে আপনার বাড়িতে

Exit mobile version