Site icon The News Nest

বেসরকারি ল্যাবেও বিনামূল্যে করোনা পরীক্ষা করতে হবে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

coronavirus 70

নয়াদিল্লি: সরকারি এবং বেসরকারি ল্যাবরেটরিতে বিনামূল্যে করোনা পরীক্ষা করার ব্যবস্থা সুনিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার একটি জনস্বার্থ মামলার রায়ে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি রবীন্দ্র এস ভাটের বেঞ্চ এই নির্দেশ দেয়।

আরও পড়ুন: প্রয়োজনে টাকা ছাপিয়ে গরিবদের দিন, অর্থনীতি বাঁচাতে দাওয়াই নোবেলজয়ীর

প্রথমে দেশে ১১৮টি ল্যাবরেটরিতে দিনে ১৫ হাজার করোনা পরীক্ষা হত। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে আরও ৪৭টি বেসরকারি ল্যাবরেটরিকে পরীক্ষার অনুমতি দেয় কেন্দ্র। মানুষ যাতে নিখরচায় করোনা পরীক্ষা করাতে পারেন, সেই ব্যাপারে কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী শশাঙ্কদেও সুধি। সেই মামলার প্রেক্ষিতে আজ বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি রবীন্দ্র ভাটের বেঞ্চ জানিয়েছে, অতিমারির প্রসার রুখতে বেসরকারি হাসপাতাল, ল্যাবরেটরিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেঞ্চ বলেছে, ‘‘সরকার অনুমোদিত ল্যাবরেটরি এবং বেসরকারি ল্যাবরেটরিগুলিকে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। যে-সব বেসরকারি ল্যাবরেটরি নিখরচায় ওই পরীক্ষা করবে, তারা রিইমবার্সমেন্ট বা পরে খরচের অর্থ ফেরত পাওয়ার অধিকারী কি না, সেটা পরে দেখা যাবে। এই নির্দেশ রূপায়ণের জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করুক।’’

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত মোট ৫৭৩৪, মৃত্যু ১৬৬ জনের

কোভিড-১৯ পরীক্ষায় বেসরকারি ল্যাবরেটরিগুলিতে ৪৫০০ টাকা খরচ হয়। আদালত জানিয়েছে, দেশের একটা বড় অংশের মানুষের এই অর্থ খরচের সামর্থ্য না-ও থাকতে পারে। অর্থাভাবে তাঁরা যাতে করোনা পরীক্ষা থেকে বঞ্চিত না-হন, তাই বিনামূল্যে পরীক্ষার নির্দেশ। বেঞ্চ বলেছে, ‘‘কোভিড-১৯ পরীক্ষা অবশ্যই এনএবিএল অনুমোদিত ল্যাবরেটরি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইসিএমআরের অধীন এজেন্সিকে দিয়েই করাতে হবে।’’ 

সেই সঙ্গে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ, যে-সব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী করোনা-আক্রান্তদের চিকিৎসায় যুক্ত, তাঁদের জন্য পিপিই বা বস্ত্রবর্ম নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: আজ শবে বরাত!পালনের আগে জেনে নিন দিনটির ইতিহাস ও গুরুত্ব

Exit mobile version