Site icon The News Nest

বিদেশ থেকে ফিরলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, না গেলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মমতার

cm 2

কলকাতা: এ বার থেকে বিদেশফেরত সকলকেই বাধ্যতামূলক ভাবে ১৪ দিনের জন্য কোয়রান্টিনে যেতে হবে। নইলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁদের কোয়রান্টিনে রাখতে বাধ্য হবে রাজ্য প্রশাসন। শুক্রবার বিবৃতি প্রকাশ করে এমনটাই সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ। যদিও তার আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই নির্দেশ জারি করেন।

আরও পড়ুন: করোনা-ত্রাস এবার রাষ্ট্রপতি ভবনে! কণিকার পার্টির পর আইসোলেশনে বসুন্ধরা রাজে, তাঁর ছেলে ও ডেরেক

এক সপ্তাহ আগে পর্যন্তও নিশ্চিন্তে ছিলেন শহর কলকাতার বাসিন্দারা। দেশের অন্য প্রান্তে নোভেল করোনানোভেল করোনার প্রকোপ দেখা দিলেও, বাংলায় তার আঁচ পড়েনি। কিন্তু গত পাঁচ-ছ’দিনে দুই বিদেশফেরত তরুণের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ায় একধাক্কায় ছবিটা পাল্টে গিয়েছে। উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সেই প্রেক্ষিতে শুক্রবার নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বিদেশফেরত সকলকে স্বেচ্ছায় কোয়রান্টিনে যেতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে কলকাতা পুলিশের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘‘এখনও পর্যন্ত যে দু’জন আক্রান্ত হয়েছেন, তাঁরা বিদেশে সংক্রমিত হন। সেই অবস্থাতেই কলকাতায় ফেরেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং রাজ্য সরকারের তরফে জানানো হচ্ছে, সম্প্রতি যাঁরা বিদেশ থেকে ফিরেছেন, বিশেষত ব্রিটেন, আমেরিকা, ইউরোপ এবং উপসাগরীয় দেশ থেকে যাঁরা এসেছেন, ১৪ দিন পর্যন্ত গৃহ পর্যবেক্ষণে থাকুন। কারণ কোভিড-১৯ ঠেকানোর একমাত্র উপায়ই হল সামাজিক দূরত্ব বজায় রাখা। যে বা যাঁরা এই নির্দেশ মানবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মহামারি আইন অনুযায়ী তাঁদেররাজ্য প্রশাসন কোয়রান্টিনে রাখতে বাধ্য হবে।’’

 

 

 

 

মমতা আরও বলেন :

১) করোনার মোকাবিলায় রাজ্যে জরুরিকালীন তহবিল তৈরি হচ্ছে।

২) ৭.৫ কোটি মানুষকে ৬ মাস বিনামূল্যে চাল দেওয়া হবে।

৩) মহামারী আইনের বিজ্ঞপ্তি জারি করা হল।

৪) বিদেশ থেকে ফেরার পর স্বেচ্ছায় পর্যবেক্ষণে যেতে হবে। প্রয়োজনে ফোর্স কোয়ারেন্টাইন করা হবে।

আরও পড়ুন:  করোনার কোপ: ৩১ মার্চ অবধি অফিস বন্ধ মুম্বই- পুনে-নাগপুর, দিল্লিতে বন্ধ সমস্ত শপিং মল

৫) করোনাভাইরাসের মোকাবিলায় কোনও সাহায্য পাচ্ছি না।

৬) কলকাতায় এখনও আন্তর্জাতিক উড়ান অবতরণ করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘আগামী ২২ মার্চ পর্যন্ত বিমান নামবে। কেন? এটা অবিলম্বে বন্ধ করা উচিত।’

৭) মজুতদারি করলে পুলিশ ব্যবস্থা নেবে।

Exit mobile version