Site icon The News Nest

রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় আমেরিকায় মৃত ১১৬৯, বিশ্বে ১০ লক্ষ ছাড়াল আক্রান্তের সংখ্যা

546419

ওয়াশিংটন:যত দিন যাচ্ছে, ততই ভয়াবহ আকার নিচ্ছে করোনাভাইরাস। সবচেয়ে কঠিন পরিস্থিতি আমেরিকা, ইতালি, স্পেনের মতো দেশগুলিতে। রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।। করোনায় একদিনে মৃত্যুতে ফের রেকর্ড ভাঙল আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১,১৬৯ জনের।এখনও পর্যন্ত সেখানে প্রায় আড়াই লক্ষ আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: ‘দেশের মনোবল বাড়ান আপনারাও’, সৌরভ-বিরাট-সিন্ধুদের সঙ্গে করোনা বৈঠক প্রধানমন্ত্রীর

তার পরেই রয়েছে ইটালি। সে দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তার পরেই রয়েছে স্পেন (১ লক্ষ ১২ হাজার ৬৫ জন), জার্মানি (৮৪ হাজার ৭৯৪), চিন (৮২ হাজার ৪৬৪)। বুধবার ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যা এক দিনে আক্রান্তের নিরিখে রেকর্ড। ওই দিন মৃত্যু হয়েছে ৬ হাজার মানুষের।  মৃত্যু সংখ্যায় বুধবারই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে আমেরিকা, স্পেন ও ব্রিটেন।

আরও পড়ুন: “বাস্তবটা বুঝুন”, মোদীর মোমবাতি-বার্তাকে কটাক্ষ বিরোধীদের

মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে জার্মানিতেও মৃত্যু বাড়ছে হু হু করে। সে দেশে ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার পরেই রয়েছে ফ্রান্স। বিশ্ব জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষেরও বেশি মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন: মোদীর মোমবাতি জ্বালানোর বার্তায় রঙ্গোলির প্রশংসা, কটাক্ষ তপসির!

 

 

Exit mobile version