Site icon The News Nest

করোনার কোপ: দেড় বছরের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ বন্ধ

Indian rupee Indian

নয়াদিল্লি: জল্পনাই সত্যি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিতহারে ডিএ ও পেনশনভোগীদের ডিআর তিনটি দফায় দেওয়ার কথা ছিল। তা আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। মিলবে না এরিয়ারও। ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত পুরনো হারেই ডিএ দেওয়া হবে। 

আজ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ এর জুন পর্যন্ত দেড় বছর বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে না। একই নিয়ম কার্যকর হবে পেনশনভোগীদের ক্ষেত্রেও। ২০২১ সালের জুলাই থেকে যখন ডিএ দেওয়া হবে, তখন সংশোধিত হারে দেওয়া হবে। তবে কোনও বকেয়া দেওয়া হবে না।

আরও পড়ুন:  COVID-19: হোমে বিলির জন্য নিজের হাতে মাস্ক বানালেন রাষ্ট্রপতির স্ত্রী

মোদী সরকারের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে বেসিকের ওপর ৪ শতাংশ বাড়বে ডিএ, অর্থাত্ ২১ শতাংশ হারে টাকা পাবেন চাকুরিজীবী ও পেনশন গ্রাহকরা। সেই টাকা নয়া অর্থবর্ষ থেকে দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত করোনার জেরে বেহাল অর্থনীতির দরুন প্রত্যাহার করল কেন্দ্র। বছরে দুই বার মহার্ঘ ভাতার হার সংশোধন করা হয়। সেই পথ বন্ধ করে আগামী দেড় বছরের জন্য ১৭ শতাংশ হারেই মিলবে ডিএ।

করোনার জেরে দেশে চলছে লকডাউন। অর্থনীতির কার্যত হাঁড়ির হাল।এই সিদ্ধান্তের জেরে মাসে গড়ে হাজার কোটি টাকা বাঁচাতে পারবে কেন্দ্র। ইতিমধ্যেই সাংসদরা ৩০ শতাংশ করে কম মাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এমপি ল্যাডের টাকাও তারা ব্যবহার করতে পারবেন না, সেটি করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হবে। ইতিমধ্যেই ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু শিল্পমহল বলেছে কম করে ১৬ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ দরকার পরিস্থিতি সামলানোর জন্য।

আরও পড়ুন:  ফেসবুকের সঙ্গে চুক্তি হতেই ফের এশিয়ার ধনীতম তকমা পেলেন মুকেশ আম্বানি

Exit mobile version