Site icon The News Nest

Kolkata Police Jobs: কলকাতা পুলিশে সাব ইনস্পেক্টর ও সার্জেন্ট নিয়োগ, রইল লিঙ্ক

kolkata west bengal india th january police officers

কলকাতা পুলিশে ৩৩০ জন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্নাতক হলেই এই পদে আবেদন করা যাবে। তবে মাথায় রাখবেন, এতে শারীরিক সক্ষমতারও পরীক্ষা হবে। তাই পড়াশোনার পাশাপাশি শারীরিক সক্ষমতাও থাকা জরুরি। এছাড়া ন্যূনতম উচ্চতার শর্তও রয়েছে। এ বিষয়ে নিচে দেওয়া লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।

আবেদনের তারিখ :

১৯ জুলাই থেকে ১৯ অগস্ট আবেদন করা যাবে। সময় থাকতে শুরুতেই আবেদন সেরে ফেলা ভালো।

শিক্ষাগত যোগ্যতা :

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করা যাবে।

বাংলা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। (ব্যতিক্রম: দার্জিলিং, কালিম্পংয়ের স্থায়ী বাসিন্দারা)

আরও পড়ুন: PG Admission 2021: ৩১ অগস্টের মধ্যে স্নাতকের ফাইনাল সেমেস্টারের রেজাল্ট, স্নাতকোত্তরে ভরতি শুরু সেপ্টেম্বরে

বয়সসীমা :

১ জানুয়ারি ২০২১-এর হিসেবে বয়স গণনা করা হবে।

ন্যূনতম বয়স- ২০ বছর

বয়সের ঊর্ধ্বসীমা- ২৭ বছর

তফসিলি জাতি ও উপজাতি তালিকাভুক্তদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় মিলবে। ওবিসি তালিকাভুক্তদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় মিলবে।

শূন্যপদ :

সাব ইনস্পেক্টর অফ পুলিশ (আন-আর্মড ব্রাঞ্চ)

১৮১ জন পুরুষ

২৭ জন মহিলা

সার্জেন্ট

১২২ টি শূন্যপদ (পুরুষ)

নোটিশের লিঙ্ক : ক্লিক করুন এইখানে

আরও পড়ুন: HS Results 2021: মাধ্যমিকে পঞ্চম -উচ্চ মাধ্যমিকে ‘প্রথম’ – চিকিৎসক হওয়ার স্বপ্ন রুমানা সুলতানার চোখে

Exit mobile version