Site icon The News Nest

Recruitment 2022: ITBP-তে শতাধিক কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ১ লক্ষ টাকা

ITBP job Alert 1 scaled

ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)-এ প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে যোগ্য প্রার্থীরা অনলাইনে রেজিস্টার করতে পারবেন। এই শূন্যপদগুলির জন্য আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। পুরুষ ও মহিলা উভয়ের জন্যই নিয়োগের সুযোগ রয়েছে।  আবেদনগুলি ২৩ নভেম্বর থেকে শুরু হবে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২২৷

ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের কনস্টেবল পদে কেবল অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য আপনাকে ITBP-র এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার ঠিকানা হল – recruitment.itbpolice.nic.in । এই শূন্যপদগুলির জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অন্য কোনও মাধ্যমে করা আবেদন গ্রহণ করা হবে না.

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর (ফার্মাসিস্ট) , মোট ২৪ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:

চাকরিপ্রার্থীকে এই শূন্যপদে আবেদন করার জন্য দ্বাদশ শ্রেণি পাস করতে হবে। আর দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা থাকতে হবে আবেদনকারীর। এর পাশাপাশি আবেদনকারীর একটি কেন্দ্র বা রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। এর সঙ্গে প্রার্থীদের ফার্মাসি অ্যাক্ট ১৯৪৮ অনুযায়ী রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

হেড কনস্টেবল, মোট ৫৮ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:

আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া মোটার মেকানিক ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে।
কোনও ওয়ার্কশপে কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। ২৭ নভেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছ বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন।

আরও পড়ুন: ১১ ডিসেম্বর প্রাইমারি টেট, নিয়োগ হবে ১১ হাজার শূন্যপদে

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:

কনস্টেবল, মোট ১২৮টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:

আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। নির্দিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে। কোনও ওয়ার্কশপে কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২৭ নভেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছ বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন ।

বেতন:

অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর (ফার্মাসিস্ট)
সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসিক বেতন মিলবে ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

হেড কনস্টেবল:
এই পদে চাকরিপ্রাপ্তরা মাসিক ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পেতে পারেন।

কনস্টেবল:
এই পদে চাকরিপ্রাপ্তরা মাসিক ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা বেতন পেতে পারেন।

অসংরক্ষিত প্রার্থী, অন্যান্য অনগ্রসর জাতি ও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণিদের ১০০ টাকা করে আবেদনমূল্য দিতে হবে। তফসিলি জনজাতি, তফসিলি উপজাতি, মহিলা বা প্রাক্তন কর্মীদের কোনও টাকা দিতে হবে না।

আরও পড়ুন: Higher Secondary : উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা দপ্তরের

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version