Site icon The News Nest

UBKV Recruitment: রাজ্যের এই বিশ্ববিদ্যালয়ে চলছে নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ

Uttar Banga Krishi Viswavidyalaya Pundibari Campus view

আপনি কি অষ্টম শ্রেণি পাশ? শিক্ষাগত যোগ্যতা কম হওয়ায় ভাবছেন চাকরি পাবেন না? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাটেনডেন্ট পদে চারজনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ ডিসেম্বর ইন্টারভিউতে অংশ নিতে হবে।

ইন্টারভিউয়ে অংশগ্রহণকারীর যোগ্যতা:
  • কোনও সরকারি অথবা বেসরকারি সংস্থায় এই পদে কাজ করেন এমন ব্যক্তি অগ্রগণ্য।
  • এই শূন্যপদের জন্য ইন্টারভিউ দিতে চাইলে আগ্রহীকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী হতে হবে।

আরও পড়ুন: প্রকাশিত আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সূচি, আবেদন শুরু ২১ ডিসেম্বর থেকে

ইন্টারভিউয়ে অংশগ্রহণকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের হিসাবে সর্বোচ্চ ৪৩ বছর বয়সিরা ইন্টারভিউয়ে অংশ নিতে পারেন।

ইন্টারভিউ নেওয়া হবে:
আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ।

ইন্টারভিউর স্থান:
অ্যাকাডেমিক বিল্ডিং, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, মাজিয়ান, পোস্ট অফিস: পাতিরাম, জেলা: দক্ষিণ দিনাজপুর, পিন: ৭৩৩১৩৩।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ৯ হাজার টাকা বেতন পাবেন।

শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য http://coochbehar.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আরও পড়ুন: Pre-Primary Admission: ভর্তির আবেদনপত্র বিতরণের সময়সীমা জানাল শিক্ষা দফতর

 

Exit mobile version