Site icon The News Nest

রেটিং পড়লেও আবারও বাংলা সেরা ‘মিঠাই’! ম্লান ‘খড়কুটো’ ম্যাজিক, অস্তাচলে ‘মোহর’

mithai

আইপিএলের মরসুম শুরু হয়ে গিয়েছে। আর এর জেরেই বড়সড় ধাক্কা টেলিভিশন রেটিং পয়েন্টে। সিরিয়ালের রেটিং পয়েন্ট সার্বিকভাবে পড়েছে। বছরের ১৫তম সপ্তাহের রিপোর্ট কার্ড বলছে ৯.৫-এর গন্ডিও পার করতে পারেনি কোনও বাংলা ধারাবাহিক, তা যথেষ্ট ভাববার বিষয়। এই টানাপোড়েনের মাঝেও টিআরপি তালিকায় প্রথমস্থান দখলে রাখল জি বাংলার ‘মিঠাই’। উচ্ছেবাবুর সঙ্গে মিঠাইয়ের রসায়ন এখন ছোটপর্দার হটকেক, তাই ক্রিকেট তারকাদের জোর টক্কর দিয়েও প্রথম স্থান ধরে রাখল মিঠাই। টিআরপি তালিকায় এক লাফে প্রায় ১.৩ পয়েন্ট কমেছে মিঠাইয়ের। ১৪তম সপ্তাহে মিঠাইয়ের রেটিং ছিল ১০.৬, সেখানে এবার ৯.৩ পয়েন্ট নিয়েই সেরা মিঠাই।

৮.৩ পেয়ে দ্বিতীয় স্থান দখল জি বাংলার আরেক ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র। দীপু-অপুর বিয়ে। তাই নিয়ে ২ সংসারের টানটান দ্বন্দ্ব আপাতত এই ধারাবাহিকের মূল আকর্ষণ। ৮.২ পেয়ে তৃতীয় ‘কৃষ্ণকলি’।

স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ এবারও চতুর্থ স্থান দখলে রেখেছে। মিষ্টি ‘মা’ হতে চলেছে। মুখোপাধ্যায় বাড়ির এই খবর প্রকাশ্যে এসেছে পয়লা বৈশাখে। সেই খবরও টাটকা অক্সিজেন জোগাতে পারেনি স্টার জলসা-র ‘খড়কুটো’ ধারাবাহিককে। এক সময় টানা ৫ সপ্তাহের সেরা ধারাবাহিক ৭.৬ পেয়ে পিছিয়ে এসেছে চতুর্থ স্থানে।

আরও পড়ুন: কোভিড আক্রান্ত শুভশ্রী গেলেন নিভৃতবাসে, ইউভানের রিপোর্ট কী এল?

তবে যমুনা ঢাকি একধাপ নীচে নেমে পঞ্চম স্থানে থাকল। তার সংগ্রহে ৭.৩।

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

মিঠাই- ৯.৩ (প্রথম)

অপরাজিতা অপু- ৮.৩ (দ্বিতীয়)

কৃষ্ণকলি- ৮.২ (তৃতীয়)

খড়কুটো- ৭.৬ (চতুর্থ)

যমুনা ঢাকি- ৭.৩ (পঞ্চম)

শ্রীময়ী- ৭.২ (ষষ্ঠ)

করুণময়ী রাণী রাসমণি- ৬.৯ (সপ্তম)

মহাপীঠ তারাপীঠ- ৬.৫ (অষ্টম)

গঙ্গারাম- ৬.৫ (অষ্টম)

দেশের মাটি- ৬.৫ (অষ্টম)

জীবন সাথী- ৬.১(নবম)

খেলাঘর- ৫.৩ (দশম)

রাত আট-টার স্লটে মিঠাই-এর সঙ্গে এঁটে উঠতে না পারায় দু-সপ্তাহ আগে মোহর-এর সময় বদলে গিয়েছে স্টার জলসা। সেই নিয়ে বিতর্কের শেষ নেই। মোহর-এর জায়গায় এখন চ্যানেলের বাজি ‘বরণ’। তবে প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহেও দর্শক মনে দাগ কাটতে ব্যর্থ এই সিরিয়াল। ‘গ্রামের রানি বীণাপানি’, ‘ফেলনা’র সঙ্গে ৪.৬ পয়েন্ট নিয়ে ১১তম জায়গায় ‘বরণ’।

অন্যদিকে, রেটিং চার্ট বলছে, অস্তাচলে ‘মোহর’। দুপুরের নতুন স্লটে আসার পর তার সংগ্রহে মাত্র ২.৫!

এ বার ‘সপ্তাহ সেরা’ চ্যানেলের ফলাফলেও বদল! ৫৯৩ পেয়ে প্রথম জি বাংলা। স্টার জলসা পেয়েছে ৫৭৯ নম্বর।

আরও পড়ুন: ফের মৃত্যুশোক বলিউডে! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অমিত মিস্ত্রী

Exit mobile version