ফের মৃত্যুশোক বলিউডে! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অমিত মিস্ত্রী

অমিত মিস্ত্রীর এই আচমকা মৃত্যুতে শোকের ছায়া বিনোদুনিয়াতে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মৃত্যুশোকের ধাক্কা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না বি-টাউন। গতকাল (বৃহস্পতিবার) রাতে সংগীত পরিচালক শ্রবণ রাঠোরের মৃত্যুর পর কয়েক ঘন্টা যেতে না যেতেই এবার সামনে এল আরও এক শিল্পীর মৃত্যু সংবাদ। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অমিত মিস্ত্রী। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হিন্দি টেলিভিশন তথা চলচ্চিত্রের এই নামী চরিত্রাভিনেতা।

‘কেয়া কহেনা’, ‘এক চল্লিশ কি লাস্ট লোকাল’, ‘৯৯’, ‘আ জেন্টেলম্যান’, ‘শোর ইন দ্য সিটি’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন অমিত। গত বছর অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন: টিকা নিয়েও করোনা আক্রান্ত টলিউডের ‘বস’! বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেতা

গুজরাতি ছবি ও রঙ্গমঞ্চেও চুটিয়ে অভিনয় করতেন অমিত। রুপোলি পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। সোনি সবের ‘তেনালি রামা’, এবং ‘সাত ফেরো কি হেরা ফেরি’ ধারাবাহিকে অমিত মিস্ত্রীর প্রাণোচ্ছ্বল অভিনয় আজীবন মনে রাখবে দর্শক।

এদিন সিনটা-র তরফে অমিত মিস্ত্রীর মৃত্যু সংবাদ জানানো হয়। ২০০৪ সাল থেকে সিনে অ্যান্ড টেলিভিশন অ্যাসোশিয়েশনের সদস্য ছিলেন অমিত মিস্ত্রী। অমিত মিস্ত্রীর এই আচমকা মৃত্যুতে শোকের ছায়া বিনোদুনিয়াতে। টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন করণ ভি গ্রোভার, কুরবা শেট, সদানন্দ কিরকিরেরা।

 

আরও পড়ুন: ‘আমার শ্রবণ আর নেই!’, কান্নায় ভেঙে পড়লেন সুরকার নাদিম সইফি

 

View this post on Instagram

 

A post shared by CINTAA (@cintaaofficial)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest