Site icon The News Nest

‘রিমেক কুইন’ নেহা কক্কর-এর ৩২ তম জন্মদিন, আপনাদের জন্য রইল তাঁর সেরা ১০ গানের ভিডিও…

article l

ওয়েব ডেস্ক: বলিউডের একের পর সুপারহিট গানও রয়েছে তার ঝুলিতে। অল্প কয়েকদিনের মধ্যেই বলিউডের প্রথম সারিতে নিজেকে তুলে ধরেছেন নেহা কক্কর। বলিউডে গান গেয়ে আজ যতটা জনপ্রিয় নেহা, ঠিক ততটাই স্ট্রাগল করতে হয়েছিল নেহাকে। শুনে নিন নেহার কিছু সেরা গান…

সালটা ১৯৮৮, ৬ জুন উত্তরাখন্ডের হৃষিকেশে জন্ম। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল ঝোঁক ছিল নেহার। খুবই সামান্য পারিশ্রমিকের বিনিময়ে গান গাইতেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সেই ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনে অংশ নিয়েছিলেন নেহা।বি-টাউনের নিজেকে প্রতিষ্ঠিত করার যাত্রাপথটাও অতটা সহজ ছিল না।

জন্মদিনেই নিজের জীবনের কঠিন লড়াইয়ের কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নেহা। বলিউডে এত গায়ক-গায়িকাদের মধ্যে নিজের জায়গা করে নেওয়া অতটাও সহজ ছিল না।

মধ্যবিত্ত পরিবার থেকেই নিজের স্ট্রাগল শুরু করেছিলেন নেহা ও তার পরিবার। হৃষিকেশে একতলা জীর্ণ বাড়িতে থাকতেন পুরো পরিবারের সঙ্গে।

আরও পড়ুন: চুটকিকে ধোঁকা দিয়ে রাজকুমারী ইন্দুমতীকে বিয়ে করল ছোটা ভীম!রাগে ফেটে পড়ল নেট দুনিয়া

একটি ঘরেই থাকত সকলে মিলে। এমনকী সেটা নিজেদেরও ছিল না। ভাড়ার বিনিময়ে থাকত নেহা ও তার পরিবার।

সম্প্রতি নেহার স্ট্রাগল ভাই টনি কক্কর নিজের ইউটিউবে প্রকাশ করেছেন। এই গানের নেহার জন্ম থেকে তার পরিশ্রম সমস্তটাই দেখানো হয়েছে। গানটি লিখেছেন এবং গেয়েছেন টনি নিজেই।

টনি জানিয়েছেন, তার মা নেহার জন্ম দিতেই প্রথমে রাজি ছিলেন না। কারণ নেহার ইতিমধ্যেই একটি দিদি সোনু ও দাদা টনি ছিল। কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার কারণে গর্ভপাত করতে পারেননি।

ছোটবেলা থেকে জাগরণে দিদি সোনুর সাথে গান গাইতেন নেহা। দিদি সোনুর থেকেই এই ভজন গান শিখেছিলেন তিনি।

মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকের বদলে তিনি এই ভজন গান গাইতেন। সেখান থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হন নেহা।

আরও পড়ুন: ক্ষুরধার চরিত্রে সুস্মিতার প্রত্যাবর্তন, মুক্তি পেল ‘আর্য্যা’-র ট্রেলার, দেখুন

Exit mobile version