চুটকিকে ধোঁকা দিয়ে রাজকুমারী ইন্দুমতীকে বিয়ে করল ছোটা ভীম!রাগে ফেটে পড়ল নেট দুনিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: রণে বনে জলে জঙ্গলে চুটকিই তাঁর অষ্ট্রপ্রহরের বন্ধু। কিন্তু সেই চুটকিকে ছেড়ে ছোটা ভীম কিনা বিয়ে করে রাজকুমারী ইন্দুমতীকে! এমনও ধোঁকা দিতে পারে ভীম! সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে উঠল। রেগে আগুন জনতা।

টেলিভিশনে কার্টুন সিরিজে গত এক দশকেরও বেশি সময় ধরে ছোটা ভীম সুপারহিট। এ কার্টুন সিরিজে ছোটা ভীম যেমন সুপার হিরো, তেমনই হিরোইন চুটকিই। রাজকুমারী হয়েও বরাবরই পার্শ্বচরিত্র রাজকুমারী ইন্দুমতী। তাই টুইটারে দাবি উঠে গিয়েছে, চুটকির জন্য সুবিচার চাই। #জাস্টিস ফর চুটকি। এমনকি কেউ কেউ এও বলছেন, যে মেয়েটা তোমার জন্য জীবনের ঝুঁকি নিতে একবারও দ্বিধা করেনি, তার সঙ্গে কী করে এমনটা করতে পারলে ভীম!

আরও পড়ুন: তাঁকে নিয়ে গান বাঁধলেন ভক্ত, আপ্লুত ‘রিয়েল হিরো’ বললেন,’মুম্বই নিয়ে চলে আসব’

ইন্দুমতীর সঙ্গে ছোটা ভীমের ঘর বাঁধার সিদ্ধান্তে মন ভেঙেছে বহু নেটাগরিকের। তাঁদের কেউ কেউ আবার এর সঙ্গে তুলনা টেনেছেন নয়ের দশকের সুপারডুপার হিট ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর। ১৯৯৮-এ কর্ণ জোহরের সেই ফিল্মেও প্রাণের বন্ধু কাজলকে ছেড়ে রানি মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন শাহরুখ খান। এক নেটাগরিকের মন্তব্য, ‘‘তুমি চুটকির আবেগ নিয়ে খেলা করার পর শেষে বিয়ে করলে ইন্দুমতীকে! এটা খুবই হতাশার ভীম।  কত বার তোমার জন্য প্রাণের ঝুঁকি নিয়েছে সে। ওর আবেগ নিয়ে খেলা করার অধিকার কে তোমাকে দিয়েছে? ‘#জাস্টিস ফর চুটকি’।’’

একই ধরনের আবেগ দেখা দিয়েছে অন্য এক নেটাগরিকের কথার সুরে। ছোটা ভীমের উদ্দেশে তিনি লিখেছেন, ‘‘চুটকিই তোমাকে সব সময় লাড্ডু দিয়েছে আর তুমি কিনা ইন্দুমতীকে বিয়ে করলে! এটা ঠিক নয় ভীম। কেন এ কাজ করলে তুমি?’’

নেট দুনিয়ায় এমন আবেগের জোয়ার ওঠায় শেষমেশ আসরে নামতে বাধ্য হন ‘ছোটা ভীম’-এর প্রস্তুতকারকেরা। গ্রিন গোল্ড অ্যানিমেশন-এর তরফে ফেসবুকে এক বিবৃতি দিয়ে ভীমের ফ্যানেদের মনে করিয়ে দেওয়া হয়, এটা আসলে একটা অ্যানিমেশন শো। তা ছাড়া, ছোটা ভীম, চুটকি বা ইন্দুমতী— সকলেই বাচ্চা। সেই সঙ্গে তাদের আবেদন, কেউই কাউকে বিয়ে করেনি। সকলেই এখনও ছোট।

আরও পড়ুন: ‘হাতির খুনিদের শাস্তি দিলেই হবে না, জনসচেতনতা বাড়ান’, কেরলের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীকে খোলা চিঠি মিমির

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest