Site icon The News Nest

Filmfare Awards Bangla 2021: সৃজিত একাই জিতলেন ৮ পুরস্কার, অভিনয়ে সেরা শুভশ্রী-স্বস্তিকা-প্রসেনজিৎ-জয়া-ঋদ্ধি

WhatsApp Image 2021 04 01 at 1.03.52 PM

৩১ মার্চ তিলোত্তমায় বলেছিল চতুর্থ ফিল্মফেয়ার বাংলার আসর। আর এই পুরস্কার মঞ্চে সেরা ছবির পুরস্কার  ছিনিয়ে নিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চি দা’। অন্যদিকে পপ্যুলার বিভাগে অর্থাত্ জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। পরিণীতা এবং শাহজাহান রিজেন্সি ছবির জন্য এই সম্মান গেল দুই টলি সুন্দরীর ঝুলিতে। প্রত্যাশিতভাবেই অভিনেতা হিসাবে সেরা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। গুমনামী ছবির জন্য এই অ্যাওয়ার্ড গেল বুম্বাদার ঝুলিতে।

এক নজরে দেখে নিন ফিল্মফেয়ার (বাংলা) প্রাপকদের তালিকা-

সেরা ছবি : ভিঞ্চি দা

সেরা ছবি (সমালোচকদের বিচারে)রবিবার

সেরা পরিচালক : কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যৈষ্ঠপুত্র)

সেরা অভিনেতা :  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(গুমনামী)

সেরা অভিনেতা (সমালোচকদের বিচারে):  ঋদ্ধি সেন(নগরকীর্তন)

সেরা অভিনেত্রী : স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহজাহান রেজেন্সি), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (পরিণীতা)

সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে) : জয়া আহসান (বিজয়া ও রবিবার)

সেরা সহ-অভিনেতা : ঋত্বিক চক্রবর্তী (জ্যৈষ্ঠপুত্র)

সেরা সহ-অভিনেত্রী : লিলি চক্রবর্তী (সাঁঝবাতি)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড :  সৌমিত্র চট্টোপাধ্যায় (মরণোত্তর) এবং তরুণ মজুমদার

আরও পড়ুন: Filmfare Awards 2021: সেরা অভিনেতা ইরফান, সেরা ছবি ‘থাপ্পড়’,দেখুন তালিকা…

সংগীত বিভাগের পুরস্কারের প্রত্যাশামতোই বাজিমাত করেছে পরিচালক শিলাদিত্য মৌলিকের ‘সোয়েটার’। সেরা মিউজিক অ্যালবাম (রণজয় ভট্টাচার্য ও অনিন্দ্য চট্টোপাধ্যায়), সেরা লিরিকস (রণজয় ভট্টাচার্য) এবং সেরা মহিলা কন্ঠশিল্পীর (লগ্নজিতা) পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবি। পুরুষ কন্ঠশিল্পী হিসাবে সেরা অনির্বাণ ভট্টচার্য। শাহজাহান রিজেন্সির ‘কিচ্ছু চাইনি আমি’ গানের জন্য এই পুরস্কার গিয়েছেন অনির্বাণের ঝুলিতে। নগরকীর্তণ ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য সেরার পুরস্কার পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও অনান্য বিভাগে বিজয়ীদের তালিকা-

সেরা নবাগত পরিচালক- ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)

সেরা নবাগতা- ঋত্তিকা পাল ( কিয়া অ্যান্ড কসমস)

সেরা কাহিনি- ভিঞ্চি দা ( রুদ্রনীল ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায়)

সেরা স্ক্রিন প্লে- কৌশিক গঙ্গোপাধ্যায় (নগরকীর্তন)

সেরা ডায়লগ-  কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

সেরা সাউন্ড ডিজাইনিং- সৌগত বন্দ্যোপাধ্যায় (রবিবার)

সেরা প্রোডাকশন ডিজাইন- শিবাজি পাল (গুমনামী)

সেরা এডিটিং- সুজয় দত্ত রায় (কেদারা)

সেরা সিনেমাটোগ্রাফি- শীর্ষ রায় (নগরকীর্তন)

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ী, উদ্বিগ্ন ভক্তরা!

Exit mobile version